বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী বলেন, প্রত্যেক ঘরে প্রতিটি মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছাতে আসন্ন ১১- ২৫ এপ্রিল দাওয়াতী পক্ষে সকল দায়িত্বশীল ও জনশক্তিকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। বাংলাদেশের জনগণের আকাক্সক্ষা হচ্ছে দুর্নীতি মুক্ত প্রশাসন ও ভারতীয় আধিপত্যবাদমুক্ত স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। যেখানে মানুষের মৌলিক ও মানবাধিকার নিশ্চিত হবে। ভোটাধিকার প্রয়োগ ও গনতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে পারবে। জনগণ বাংলাদেশ জামায়াতে ইসলামীকেই আগামী দিনের নতুন ও কাক্সিক্ষত বাংলাদেশ গঠনের জন্য গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে বিবেচনা করছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৪ টায় জামালপুর শহরের সরদারপাড়া হিলফুল ফুযুল ট্রাস্ট মিলনায়তনে জামালপুর ও শেরপুর জেলা জামায়াতের উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত জরুরি দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল এর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী, শেরপুর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি নুরুজ্জামান বাদল, সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ, জামালপুর জেলা নায়েব আমীর অধ্যাপক খলিলুর রহমান, সহকারী সেক্রেটারি নুরুল হক জামালী, অধ্যাপক সুলতান মাহমুদ, জামালপুর ও শেরপুর জেলার কর্মপরিষদ সদস্যগণ ও বিভিন্ন উপজেলার আমীর এবং সেক্রেটারিবৃন্দ।