সাতক্ষীরার শ্যামনগরে সরকার উৎখাতের ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হওয়ায় অভিযোগ পাওয়া গেছে। শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আমানত মোল্যা বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা দাখিল করেন। শ্যামনগর থানার এফ আই আর নং-১৩, জি আর নং-৭০, তারিখ- ১৪ মার্চ ২০২৫। মামলায় ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১২৫ জনকে আসামী করা হয়েছে। অভিযোগে জানানো হয়, পরস্পর যোগসাজশে প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থেকে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের বিরুদ্ধে অপপ্রচার, নৈরাজ্য সৃষ্টি, অন্তর্ঘাতমূলক কর্মকান্ড সম্পাদনের লক্ষ্যে বিস্ফোরক দ্রব্যাদি নিজেদের হেফাজতে রেখে বিস্ফোরণ ঘটানো ও সহায়তা করার অপরাধ। স্থানীয় সূত্র জানায়, ১২ মার্চ ইউনিয়ন বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে জামায়াতের কিছু কর্মীও জড়িয়ে পড়ে। এরপর ১৩ মার্চ রাতে জয়নগর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
রাজনীতি
শ্যামনগরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কৃষকদলের মামলা
সাতক্ষীরার শ্যামনগরে সরকার উৎখাতের ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হওয়ায় অভিযোগ পাওয়া গেছে। শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আমানত মোল্যা বাদী
Printed Edition
