আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে দলের উদ্বেগের কথা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার (১৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কাজে নিজেদের উদ্বেগের কথা জানান তিনি। তিনি পোস্টাল ব্যালট বিষয়ে নিজেদের কিছু আপত্তির কথা জানান। এছাড়া কিছু রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে দলীয় আচরণের অভিযোগ তুলে ধরেন।

মির্জা ফখরুল ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও রেফারেন্ডাম উপলক্ষে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম না থাকা এবং কেবল দলীয় প্রতীক (যার মধ্যে ‘না’ ভোটও অন্তর্ভুক্ত) ব্যবহারের সমালোচনা করেন। তিনি দেশের ভেতর ভোটারদের জন্য যে নিয়ম, প্রবাসীদের জন্যও একই পদ্ধতিতে নাম ও প্রতীক উভয়ই অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

তিনি অভিযোগ করেন যে, পোস্টাল ব্যালট প্রস্তুতি ও প্রেরণের প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি রয়েছে যা বিএনপিকে সরাসরি অসুবিধায় ফেলছে।

তিনি কিছু রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে দলীয় আচরণের অভিযোগ তুলে ধরেন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিভিন্ন উদাহরণ কমিশনের সামনে উপস্থাপন করেন।

মির্জা ফখরুল নির্বাচন কমিশনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার আহ্বান জানান এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, আজ বিকেল পৌনে ৫টার দিকে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠকে বসেন। প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন নজরুল ইসলাম খান, ইসমাইল জবিউল্লাহ, মোহাম্মদ জকরিয়া এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।