বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা নলডাঙ্গা ইউনিয়ন শাখার যুব বিভাগের উদ্যোগে এক নির্বাচনী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আবুল কাশেমের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আমরা ইনশাআল্লাহ পরিবর্তনের রাজনীতি উপহার দিতে চাই। তরুণরাই দেশের আগামী দিনের কর্ণধার, তাই যুবকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমীর মো. এরশাদুল হক ইমন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. ইসমাইল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।