সবার আগে জুলাই সনদ এর আইনগত ভিত্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহান। তিনি বলেন, আমরা অবশ্যই নির্বাচন চাই, আর নির্বাচন চাই বলেই আমরা সকল আসনে প্রার্থী নিশ্চিত করেছি। কিন্তু নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে এবং তার আগে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে।
রাঙ্গামাটি জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের এই কেন্দ্রীয় নেতা উপরোক্ত মন্তব্য করেন। গতকাল শনিবার সকাল ৮টায় স্থানীয় জামায়াতের সম্মেলন কক্ষে এই রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই রোকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ জাফর সাদেক ও ২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রর্থী এডভোকেট মোখতার আহাম্মদ। রাঙ্গামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মনসুরুল হক এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল বারাকাত, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম ছিদ্দিকী, মোঃ নুরুল করিম মোঃ আবদুস সালাম এবং রাংগামাটি পর্বত্য জেলার সকল থানা আমীরবৃন্দ। সম্মেলনে রাঙ্গামাটি জেলা জামায়াতের দেড় শতাধিক রুকন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে কোন সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত, তবে সে জন্য নির্বাচনে সকল দলের জন্য সমতল মাঠ এবং সমান সুযোগ তৈরি করতে হবে। সকল দলের জন্য সমান সুযোগ তৈরি করে অতিদ্রুত নির্বাচন দেয়ারও দাবি জানান তিনি। রুকন সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত জিএস এসএম ফরহাদ এর পিতা মাওলানা ফোরকান আহমদ উপস্থিত হয়ে সকল রুকনদেরকে মিষ্টিমুখ করান এবং এস এম ফরহাদ এর জন্য দোয়া কামনা করেন।