আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে গাজীপুর মহানগরের ২৬ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি নগরীর বিলাসপুর বটতলার মোড় থেকে শুরু হয়ে জয়দেবপুর বাজার বাসস্ট্যান্ড হয়ে শিববাড়ি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে অংশ নেন শতাধিক নেতাকর্মী ও সমর্থক।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য ও মেট্রো সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মোঃ ছাদেকুজ্জামান খান। আরও উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড জামায়াতের আমীর মোঃ খালিদ হোসেন, নায়েবে আমির মোঃ ছিদ্দিক আহমদ খান, সেক্রেটারি মোঃ ফয়সাল ইসলাম, সহকারী সেক্রেটারি মোঃ ফেরদৌস আহমেদ ও মোঃ আব্দুল হক, জামায়াত নেতা মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া ও মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ একটি ঐতিহাসিক কর্মসূচি। গাজীপুর থেকে সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা এই সমাবেশে অংশগ্রহণ করবো। আমাদের লক্ষ্য—সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন।” তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে এ আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।