বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছন, আমরা বিএনপি কর্মীরা যদি ফ্যাসিস্টদের ন্যায় কাজ করি আমাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মত হবে। এটা উপলব্ধি করে আগামী দিনগুলোকে আমাদের পথ চলতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটি সদস্য এই মন্তব্য করেন।

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধারা আমৃত্যু আপোষহীন’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ হাফিজ বলেন, পাঁচ-ছয় জন ব্যক্তি কেউ আমেরিকা থেকে এসেছেন, কেউ লন্ডন থেকে এসেছেন তাদের কথায় তো সংবিধান পরিবর্তন হতে পারে না এবং তাদের দুই-চার জনের অভিমত কখনো সংবিধানের উপরে প্রায়োরিটি বা অগ্রাধিকার পেতে পারে না। বাংলাদেশকে নিয়ে অনেক খেলাফেলা করা হচ্ছে, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সুতরাং এই সময় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে আমাদেরকে সজাগ হতে হবে।

হাফিজ বলেন, বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আমরা এই পুরা জাতিকে মুক্তিযোদ্ধার জাতিতে পরিণত করব। আমরা ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেব। যাতে করে কোন প্রতিবেশী রাষ্ট্র অন্য কেউ বাংলাদেশের দিকে রক্তচক্ষু দেখাতে না পারে। ৬ কোটি লোকের দেশ মিয়ানমার, ১৮ কোটি লোকের দেশ বাংলাদেশের উপরে হামলা করতে চায়। ১১ লক্ষ রোহিঙ্গা আমাদের উপর তারা চাপিয়ে দিয়েছে।

হাফিজ বলেন, আজকে আমাদের প্রয়োজন ঐক্য নানান ধরনের কথা শুনা যায়। আমরা যারা একসাথে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছি, রাষ্ট্র ক্ষমতার দৃশ্যমান হয় অনেকেই তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। জামাতে ইসলামীকে আমরা এত বছর আশ্রয় দিয়েছি, আমাদের প্রতীক নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদেরকে বেগম জিয়া মন্ত্রিসভা স্থান দিয়েছেন। আজকে তার প্রতিদানে তারা কি বলছে? এজন্য কী এদেরকে মন্ত্রী বানিয়েছিলাম আমরা। তাদের কেনো এই ক্ষোভ আমাদের প্রতি। ক্ষোভ এজন্য যে, কেনো জনগণ বিএনপিকে সমর্থন করে?

সংবিধান সংশোধন হবে সংসদে মন্তব্য করে হাফিজ বলেন, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সংবিধান যেকোনো সময়ে যেকোনো দল পরিবর্তন করতে পারে। সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা। বাংলাদেশেও এটি হয়ে এসেছে, আগামী দিনেও ইনশাল্লাহ সেটিই হবে। কোন অনির্বাচিত ব্যক্তির দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না।

তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্র ষড়যন্ত্র করে যাচ্ছে। সেখানে অফিস খুলেছে এবং মাফিয়া নেত্রী সেখানে পলায়ন করে সেখানে ষড়যন্ত্রে লিপ্ত বাংলাদেশের বিরুদ্ধে। আমরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেব। আবার একাত্তরের মতো আমরা ইনশাল্লাহ ফিরে যাবো।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, মজিবুর রহমান সারওয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জয়নাল আবেদীন, মিজানুর রহমানসহ মুক্তিযোদ্ধা দলের নেতারা বক্তব্য রাখেন।