বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, নামায রোজার মতোই যাকাত আদায় করা একটি ফরয ইবাদত। একজন মুসলমান হিসেবে নামায ও রোজার ফরয বিধানকে আমরা সঠিকভাবে পালন করলেও তা আদায়ের ক্ষেত্রে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। যাকাত সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধি অর্জন করার সর্বোত্তমপন্থা।’ তিনি বলেন, যাকাত সমাজে একটি কল্যাণমূলক ব্যবস্থা। ইসলামী শরিয়া মোতাবেক সম্পদশালী ব্যক্তিরা তাদের সম্পদের একটি অংশ মহান রবের খুশির জন্য দরিদ্র্য অসহায় ব্যক্তিদের মাঝে বিলিবন্টন করলে অস্বচ্ছল ব্যক্তিরা স্বচ্ছল হয় এবং ধনী ও গরীব শ্রেণির মধ্যে বৈষম্য দূরীকরণ হয়। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে যাকাত আদায়ের প্রতি যত্নশীল হবার উদাত্ত আহ্বান জানান। বুধবার (১৯ মার্চ) খুলনা মহানগরীর ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় বণিকপাড়া মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায তিনি এ সব কথা বলেন। ১ নং ওয়ার্ড আমীর রেজাউল কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি মাওলানা সেলিম রেজার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, আইবিডব্লিউএফ এর সেক্রেটারি আজিজুর রহমান স্বপ্নন, থানা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন আলমগীর, সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হক ও মাওলানা হাবিবুর রহমান। এতে অন্যান্যের মধ্যে জামায়াত নেতা আব্দুল হাই, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ লুৎফুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুল আজিজ কানু, সোলাইমান নোমানী, আরিফুল ইসলাম, আব্দুল হালিম, শেখ আলাউদ্দিন, মু নিজাম খন, শ্রমিক নেতা দবির উদ্দিন মোল্লা, আব্দুল হাকিম, কামরুল ইসলাম, আবুল হোসেন, ছাত্রশিবির নেতা মারুফ হোসেন, আবুল কাশেম, ইউপি মেম্বার এনামুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতারে পূর্বে দেশের এই ক্লান্তি লগ্নে দেশের জনগণের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।