বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ইসলাম পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ ঘোষণা করেছে। তাই আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে পরিস্কার পরিচ্ছন্ন থাকা। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে আমাদের রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে। ইতোপূর্বে করোনা ভাইরাসের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব আমরা উপলব্ধি করেছি সুতরাং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে আমরা সুস্থ ও নিরাপদ থাকতে পারবো।

গতকাল রোববার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান উদ্বোধনকালে তিনি একথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান গোদাগাড়ী উপজেলা পরিষদ, আবাসিক এলাকা ও আশপাশের এলাকাকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ অঞ্চলে পরিণত করার আহ্বান জানান। জামায়াতের গোদাগাড়ী পৌরসভা শাখার উদ্যোগে এই অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর আনোয়ারুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি শওকত আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মো. ওবায়দুল্লাহ্। আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য মুহাম্মদ শহীদুল্লাহ্সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দেড়শ’র অধিক পরিছন্নতা কর্মী। অধ্যাপক মজিবুর রহমান গোটা গোদাগাড়ী ও তানোর এলাকাকে একটি পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ ক্ষেত্র থেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য আহ্বান জানান।