জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মংলবার (১৮ মার্চ) সুনামগঞ্জ শহরের পানসি রেষ্টুরেন্টে অনুষ্টিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান এর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী এডভোকেট নুরুল আলমের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি আজিজুল হক, জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা নায়েবে আমীর এডভোকেট শামসউদ্দীন, ইসলামী আন্দোলনের সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি মাওলানা শহিদুল ইসলাম পলাশী, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা জামায়াতের নায়েবে আমীর ও শ্রমিক কল্যান ফেডারেশনের সুনামগঞ্জ জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ প্রমুখ।