রংপুর অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর শাখার ১৮ নম্বর ওর্য়াডের উদ্যোগে ২৩ শে মার্চ রোববার নগরীর কেরানীপাড়া চৌরাস্তা মোড়ে ইফতার মাহফিল ও আলোচনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। ওর্য়াড সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনসভায় বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের রংপুর মহানগর কর্মপরিষদ সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও রংপুর আইনজীবি সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট কাওছার আলী, কোতয়ালী থানা আমীর মাওলানা গোলাম কিবরিয়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

কাজিপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী গান্ধাইল ইউনিয়ন শাখার উদ্যোগে গান্ধাইল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন শাখার সভাপতি মোঃ এনামুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গত রোববার বিকেল ৩ ঘটিকার সময় উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোঃ শাহিনুর আলম নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখা।

বিএনপি

গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে সোমবার স্থানীয় ইনডোর স্টেডিয়ামে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়। যৌথ কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। কর্মীসভায় জেলার সাত উপজেলার বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সঞ্চালনায় যৌথ কর্মীসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সাবেক এমপি সাইফুল আলম সাজা, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।

জাগপা

দিনাজপুর অফিস: ১৯৭১ সালের ২৩ মার্চ পরাধীন বাংলার দিনাজপুরে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান-এর স্মরণে দিনাজপুরের বাহাদুর বাজারস্থ দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা জাগপার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলা জাগপার সভাপতি এ্যাড. মোঃ নুরুন্নবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুব আলম ননী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাগপার যুব বিষয়ক সম্পাদক ও জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রূপম।