ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা ইউনিটের সভানেত্রী মিসেস নুরুস সাবিহা বলেছেন ,বিতর্কিত নারী সংস্কার কমিশনের তথাকথিত প্রতিবেদন দেশের বৃহত্তম নারী সমাজের বোধ বিশ্বাস ও চেতনা পরিপন্থী, তাই নারী সমাজসহ বিভিন্ন দেশ প্রেমিক সামাজিক সংগঠন, শিক্ষাবিদ , ইসলামী দলের নেতৃবৃন্দ, শীর্ষ উলামায়ে কেরাম,সর্বস্তরের মানুষ কথিত নারী সস্কার কমিশন প্রতিবেদনসহ বাতিলের দাবি জানিয়েছেন। অথচ সরকার জনগণের মতামত ও দাবী কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নারী সংস্কার কমিশনের মেয়াদ ৩১ শে মে পর্যন্ত বৃদ্ধি করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে তা বাতিলের দাবি জানান ।
তিনি আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখা মহিলা ইউনিট কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মহিলা সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। তিনি আরো বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সকল দল ও মতের তথা ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে। সরকার যৌক্তিক সংস্কার সম্পন্ন করে বিগত ১৬ বছরের জঞ্জাল দূরীভূত করে একটি ফ্রী ফেয়ার নির্বাচনের আয়োজন করবেন এটাই দেশবাসীর প্রত্যাশা।
সরকারের জানা উচিত বাংলাদেশের মানুষ ধর্মভীরু । কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন এবং এনজিও মদদ পুষ্ট কোন বিতর্কিত বিষয় মেনে নিবে না। নারী সমতার নামে ভিনদেশী কোন এজেন্ডা চাপিয়ে দেয়ার চেষ্টা করা হলে দেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করবে। তাই স্পর্শকাতর বিষয়ে তালগোল না পাকিয়ে নির্দিষ্ট কর্ম পরিধি সম্পন্ন করার জন্য সরকারের কাছে দাবী জানান।
বরং আগামী প্রজন্মকে রক্ষার জন্য একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করে আগামী প্রজন্মকে দেশপ্রেমিক ও জনসম্পদে পরিণত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করাই অধিকতর সমীচীন মনে করছি।
শেষে তিনি মিসেস সালমা আক্তারকে সভানেত্রী মিসেস রাজিয়া বেগম ও জান্নাতুল ফেরদৌসকে সহ-সভাপতি , শোকরানা আক্তারকে সমন্বয়কারী করে ঢাকা মহানগর মহিলা ইউনিট কমিটি ঘোষণা করেন । কমিটির অন্য সদস্যরা হচ্ছে সহ-সমন্বয়কারী মেরিনা ইয়াসমিন , প্রশিক্ষণ সম্পাদক হুমায়রা শফিক, অর্থ সম্পাদক ইসরাত জাহান, প্রচার ওদাওয়া সম্পাদক ফাতেমা ,ও সোনিয়া আক্তার, কোহিনুর ইসলাম ও সামিরা সদস্য মনোনীত হন।
নুরুস সাবিহা আরো বলেন ২৪ এর গণঅভ্যুত্থানে নারী সমাজ অনেক ত্যাগ স্বীকার করেছে, কেউ তার সন্তানকে হারিয়েছে ,ভাইকে হারিয়েছে, বিধবা হয়েছে, সম্ভ্রম হানি ঘটেছে ২৪ এর রক্তের উপর দাঁড়িয়ে একটি সুখী সমৃদ্ধশালী ইসলামী
কল্যাণ রাষ্ট্র ও নতুন বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা উপ কমিটির অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণের মহিলা পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ মোঃ আবু তাহের, উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি ও আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলমসহ নগর নেতৃবৃন্দ।