বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, দেশব্যাপী গণমানুষের প্রতীক ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। খুলনা-৩ আসনে এ গণজোয়ারকে বেগবান করতে হবে। খুলনা-৩ সম্ভাবনাময় আসন। একদিকে দৌলতপুর গণভিত্তি এলাকা। অন্যদিকে খালিশপুর, আড়ংঘাটা এবং খানজাহান আলী থানা এলাকা জনসম্পৃক্ত এলাকা। বিপুল সম্ভাবনার ময়দান, দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এলক্ষ্যে নিয়মিত গণসংযোগ করতে হবে। প্রার্থীসহ দায়িত্বশীলরা বাড়ি বাড়ি গিয়ে সকল ভোটারের কাছে পৌঁছাতে হবে। ভোটারদের মাঝে ক্যাম্পেইন করে জামায়াতের দাবীগুলোর ব্যাপারে সচেতন করতে হবে। তিনি বলেন, জুলাই সনদের বিপক্ষে যারা ‘না বাক্সের’ জন্য ক্যাম্পেইন করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। রোববার রাতে দৌলতপুর দিবা-নৈশ কলেজ অডিটোরিয়ামে খুলনা ৩ আসনের ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

খুলনা ৩ আসনের আসন পরিচালক আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ইকবাল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য মুকাররম বিল্লাহ আনসারী, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মোশারফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মনোয়ার আনসারী, ব্যাবসায়ী থানা সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক ছাত্রনেতা মুনসুর আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, জামায়াত নেতা আব্দুল আউয়াল, মাওলানা মহিউদ্দিন, আজিজুর রহমান স্বপন, ইসমাইল হোসেন পারভেজ, শ্রমিক নেতা জাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, ডা. সৈয়দ গোলাম কিবরিয়া, মোনতাজুর রহমান, দেলোয়ার হোসেন, কাজী বায়জিদ, আরিফ বিল্লাহ, আমিনুল ইসলাম, ইবাদত হোসেন, রেজাউল কবির, আলাউদ্দিন শেখ প্রমুখ।

খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী আরও বলেন, ফ্যাসিবাদী আমলে ১৫ বছর রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন, জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন ইসলামপন্থীরা। এ দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে বিদেশী আধিপত্যবাদী শক্তির বাংলাদেশী ক্রীড়ানকদের হাতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নিগৃহীত হয়েছেন, কারা নির্যাতিত হয়েছেন, ফাঁসিকাষ্ঠ বরণ করতে হয়েছে। তবু অন্যায়ের সামনে জুলুমের সামনে তাঁরা মাথা নত করেননি। বাংলাদেশবিরোধী বিদেশী আধিপত্যবাদী শক্তি আবার বাংলাদেশে নতুন আরেক শক্তির ঘাড়ে সওয়ার হওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন।