বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রধান উপদেষ্টার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থি । জুলাই যোদ্ধারা এই দেশের বীর সন্তান। ১৪ শত শাহাদাত ও বিশ হাজারোর অধিক ছাত্র জনতা আহত হয়ে দীর্ঘ ৩৬ দিনের রক্তক্ষয়ী সংঘাতের বিনিময়ে ১৭ বছরের ফ্যাসিস্টের বিদায় হয়েছে। জুলাই শহিদের রক্তের উপর দড়িয়ে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। জাতির কাছে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দলকানা উপদেষ্টাদের প্ররোচনায় একই দিনে গণভোটের ঘোষণা দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চিত করে তুলেছেন। জুলাই যোদ্ধা ও তাদের পরিবার আপনাদের ক্ষমা করবে না। তিনি বলেন, সরকার উৎসব মুখর পরিবেশে অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন ঘোষণা করেছেন। একটি দলের চাপে পড়ে নতি স্বীকার করে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনের নিরপেক্ষ নিশ্চিত করতে হবে।

গতকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী উপজেলার শাপলা পুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে শাপলা পুর উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত সকালে মহিলা কর্মী সম্মেলন ও বিকেলে তৃণমূল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। শাপলা পুর ইউনিয়ন জামায়াতের আমির মৌলানা এনামুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল কবির শান্ত এর সঞ্চালনায় পৃথক দুটি তৃণমূল কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামি কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসাইন, এডভোকেট নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের দক্ষিণের সাধারণ সম্পাদক মৌলানা আব্দুর রহিম, মাস্টার আক্তার হোছাইন, শিবিরের উপজেলা সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মুজাহিদ সহ তৃনমুল পর্যায়ের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।