দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় গোলাপের চর পার্ক মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন এবং রেজাউল হক সরকার।বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায়’ ভোট দিয়ে জামায়াত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে দলীয় ঐক্য ও গণসংযোগ আরও জোরদার করা প্রয়োজন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন স্থানীয় অনেক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন মো: আলী আজম সরকার।সম্মেলন শেষে প্রধান অতিথি মনিরুজ্জামান বাহলুল গোলাপের চর এলাকায় দোকান থেকে দোকানে গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ন্যায় ও নীতির বিজয় নিশ্চিত করুন। তারা উচ্ছ্বাস প্রকাশ করে এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।