স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে বিএনপির অঙ্গ-সংগঠন জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, যা কমিটির একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. সৈয়দা তাজনিন ওয়ারিশ সিমকি এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মোঃ মাহবুব আলম। জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ কমিটিতে শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার মোট ২৪ জন খ্যাতিমান ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নির্বাচন ব্যবস্থাপনা ও সার্বিক সমন্বয়ে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুগ্ম আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীমের প্রশাসনিক অভিজ্ঞতা ও নেতৃত্ব নির্বাচন সংশ্লিষ্ট কর্মকাণ্ডে কার্যকর অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।