বাংলাদেশে আর ফ্যাসিবাদ কায়েম হতে আমরা দিবনা। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজম সৃষ্টির পথ রুদ্ধ হয়ে যাবে। হাজারো শহীদের রক্ত রাঙ্গা পথ বেয়ে যে পরিবর্তন এসেছে জীবন থাকতে একে নষ্ট হতে আমরা দেবনা।তিনি আরও বলেন, এদেশের পরবর্তী প্রতিটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে।
গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আমীর মুফতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’সুম, সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মোঃ শাহজাহান , ফেনী সদর আসনের জামায়াত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী ৩ আসনের জামায়াত প্রার্থী, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাঃ ফখরুদ্দিন মানিক, ফেনী ১ আসনের জামায়াত প্রার্থী এড.এস্এম কামাল উদ্দিন, নোয়াখালী জেলা আমীর মোঃ আলাউদ্দিন। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ ও মাওলানা মাহমুদুল হক।
মঞ্চে আরো উপবিষ্ট ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মেজবাহ উদ্দিন সাঈদ, মাওলানা আব্দুল মালেক আবু বকর সিদ্দীক মানিক প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে হবে। তিনি বলেন, আমাদের এই যৌক্তিক দাবীর সাথে অধিকাংশ রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে। বাকি যারা এখনো সংহতি প্রকাশ করেননি আমরা বিশ্বাস করি তারাও তাদের সম্মতি জানাবেন। তিনি বলেন, আমরা যতটা দল প্রেমিক তার চেয়ে বেশি দেশ প্রেমিক সেটা আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। তিনি বলেন জামায়াতের উপর আজ একটি ঐতিহাসিক দায়িত্ব বর্তেছে। দেশকে সঠিক পথে পরিচালিত করার গুরু দায়িত্ব। আমরা কারো করুণার কাঙ্গাল ন্ই, আমরা একমাত্র আল্লাহর করুণা কামনা করি। আমাদের জন্য মহান আল্লাহ্ই যথেষ্ট। আমরা আল্লাহর দেয়া কুরআন বুকে নিয়ে বাঁচতে চাই কোরআন বুকে নিয়ে মরতে চাই। জামায়াতের আমীর বলেন, দ্বীন কায়েমের কাজ যত বেগবান হবে কায়েমী স্বার্থের বাধা তত জোরদার হবে। এতে পিছপা হলে চলবে না। বুকে সাহস রেখে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, ইসলামী দলগুলোর ঐক্যের প্রক্রিয়া দেখে এদেশে ইরান ইজরায়েল যুদ্ধের চেয়েও কঠিন যুদ্ধ শুরু হয়েছে। মহান আল্লাহর উপর ভরসা করে আমরা এগিয়ে যাব। আমরা ভয়কে জয় করব। আমাদের লড়াই হচ্ছে অন্যায় অবিচারের বিরুদ্ধে।
ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, নিবন্ধন বাতিল করা হয়েছিল, প্রতীক ছিনিয়ে নেয়া হয়েছিল, আজ আমরা সব ফিরে পেয়েছি। এটা আল্লাহর অনেক বড় মেহেরবানী। তিনি বলেন, এদেশে জামায়াত প্রধান দুইদলের একদল। আল্লাহ আমাদের প্রতি যে দয়া করেছেন তার শুকরিয়া আদায় করতে হলে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে নাওয়া খাওয়া ছেড়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এখন বিশ্রাম নেয়ার সময় নেই। সময়ের মূল্যায়ন করতে হবে। এর জন্য বিশ্রামহীন দিন, নিদ্রাহীন রাত কাটাতে হবে। ভোটারদেরকে বুঝাতে হবে যে, সব দলকে পরীক্ষা করে দেখা হয়েছে কিন্তু জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। এটা একমাত্র সম্ভব যদি এদেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম হয়।
মাওলানা এটিএম মাসুম বলেন, আমরা যে বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই তার অন্যতম শর্ত হচ্ছে, প্রথমে নিজকে গড়তে হবে। এর কোন বিকল্প নেই। যারা অন্যকে যে নসিহাত দেয় কিন্তু নিজের জীবনে তা বাস্তবায়ন করে না তারা আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত। তিনি বলেন,রুকুনিয়্যাতের শপথ নেওয়ার ফলে যে জিম্মাদারী, যে দায়িত্ব ও কর্তব্য আপনাদের কাঁধে ন্যস্ত হয়েছে মৃত্যু পর্যন্ত এই জিম্মাদারির উপর টিকে থাকতে হবে। না হলে তিনি হবেন কাগজের ফুল। যার কোন সৌরভ নাই, যার কোন মূল্য নাই।
মোহাম্মদ শাহজাহান তার বক্তব্যে বলেন, রাষ্ট্রবিপ্লব স্থায়ী নাও হতে পারে কিন্তু সমাজ বিপ্লব কখনও ব্যর্থ হয় না। সমাজকে যদি আমরা আমাদের আদর্শের অনুকূলে তৈরি করতে পারি তাহলে তা স্থায়ী হবে। তিনি বলেন দেশের এক চতুরতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। কিন্তু দারিদ্র্য বিমোচনে আমাদের ভূমিকা দৃশ্যমান নেই। তিনি ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীকে সমাজকর্মী হওয়ার আহ্বান জানিয়ে বলেন আপনাদেরকে সর্বসাধারণের সাথে ব্যাপক কানেক্টিভিটি সৃষ্টি করতে হবে।
ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই শেষ হয় নি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌরসদরে বিশ্বরোডস্থ মডেল মসজিদের সামনে ফেনী যাওয়ার পথে দাউদকান্দি যাত্রাবিরতির পথসভায় কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক কিছু কথা বলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
গতকাল শনিবার বাদ ফজর জামায়াতে ইসলামীর কুমিল্লা (উ:) জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিনের নেতৃত্বে সবাই সারিবদ্ধ হয়ে মহাসড়কের উত্তর পার্শ্বে অবস্থান করছিলেন।
এসময় আমীরে জামায়াত বলেন, লড়াই কি আমাদের শেষ হয়ে গেছে? আগামী দিনের লড়াইয়ে আমাদের সোচ্চার থাকতে হবে। এ লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, ন্যায়ের পক্ষে লড়াই, আল্লাহর দ্বীন কায়েমের লড়াই কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তবে এর আগেই বাংলাদেশে কুরআন সুন্নাহর আইন কায়েম হবে। মানুষকে মানবিক মর্যাদা দেওয়ার জন্য , বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়তে কুরআন সুন্নাহর বিকল্প নেই। এ জন্য যুবকদেরকে এগিয়ে আসার জন্য তাগিদ করেছেন তিনি। কেননা যুবকদের ছাড়া পৃথিবীতে কোন সমাজ পরিবর্তন হয় নাই এবং বাংলাদেশেও যুবকদের নেতৃত্বে পরিবর্তন এসেছে। তিনি বলেন, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন আমরা যেন যুবকদের জন্য একটা শান্তিপূর্ণ বাংলাদেশ উপহার দিতে পারি।
এ পথসভায় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা (উ:) এর নায়েবে আমীর অধ্যাপক আলমগীর, জেলা (উ:) শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন , তিতাস উপজেলা আমীর ইঞ্জি. শামীম সরকার, মেঘনা উপজেলা আমীর লোকমান হোসেন, দাউদকান্দি উপজেলা নায়েবে আমীর শরীফ রোকন উদ্দিন, দাউদকান্দি পৌরসভা আমীর মাওলানা আবুল কাশেম প্রধানীয়া, মিজানুর রহমান আতেকী, মুফতি আমিনুল ইসলাম, মনিরুজ্জামান,শাহজাহান তালুকদার, ইঞ্জি.আরিফ প্রমুখ।
যতোদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে আমাদের লড়াই চলবে
কুমিল্লা অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান বলেছেন,যতোদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে ততোদিন আমাদের লড়াই চলবে। আমাদের লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ পুরাতন হোক আর নতুন হোক।
রক্তের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে সেই রক্তের সাথে কাউকে বেঈমানী করতে দেব না। তাদের রক্তের মূল্য আমরা পরিশোধ করতে চাই। আমরা চাই এই ধরনের আত্মত্যাগ যেন জাতিকে বার বা দিতে না হয়। কাজেই আগামি নির্বাচন সুষ্ঠ হওয়ার ওপর সেটা নির্ভর করবে। আমরা যেন তেন কোন নির্বাচন চাইনা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানীংকালে রাজনীতির নামে যে অপকর্ম আর লুটপাট আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দল গুলোকে বলবো সাবধান হোন। নিজেদেরকে শামলান। নাহলে জনগণই আপনাদের শামলে দেবে ইনশাআল্লাহ। আপনারা আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হোন।
গতকাল শনিবার সকাল ৭টায় ফেনী যাওয়ার সময় কুমিল্লার আলেখারচর বিশ্বরোডে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
ডা.শফিকুর রহমান বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। আমরা ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচন আমরা চাই না। এ ধরনের কিছু আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করবো। এক্ষেত্রে এ জাতি কাউকে কোন ছাড় দেয়নি, আমরাও দিবো না।
জামায়াত আমীর বলেন, এখন থেকে ছাত্র, যুবক, শ্রমিক অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার আদায়ে জন্য এগিয়ে গিয়েছিলো, আগামীতে তা সফল করার জন্য যুবকদের তা বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।
কিশোর তরুন যুবকদের জন্য এমন এহদেশ রেখে যেতে চাই যেনো শান্তিতে তারা নি:শ্বাস নিতে পারে। চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইনের বিকল্প নেই। আমরা আল্লাহর আইনের প্রতি আহ্বান জানাচ্ছি।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কুমিল্লা ৬ -আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে
কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাহবুবর রহমান এর পরিচালনায় পথসভায় বক্তব্যে রাখেন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমীর মোহাম্মদ শাজাহান এডভোকেট, উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন,মহানগর জামায়াতের নায়েবে আমীর যথাক্রমে, মোহাম্মদ মোছলেহ উদ্দিন,অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু.,মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা -৮ বরুড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল। মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি যথাক্রমে মু.কামারুজ্জামান সোহেল,কাউন্সিলর মোশাররফ হোসাইন,নাছির আহম্মেদ মোল্লা, প্রমুখ।