বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর সাবেক ভিপি মো. নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বুধবার (১৭ নভেম্বর) সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় তার সঙ্গে চাঁপাইনবাবঞ্জ জেলা আমীর আবু জার গিফারী, জেলা নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বক্করসহ জেলা ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহ করে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেরিয়ে আসলে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূরুল ইসলাম বুলবুল বলেন, সরকার সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে। তবে কেবলমাত্র প্রার্থীর নয় প্রার্থীর কর্মী-সমর্থকসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এসময় তিনি সরকারকে সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণের আহ্বান জানান।