কুমিল্লা অফিস : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, সবক্ষেত্রে হাইকোর্ট দেখানোর রাজনীতি বন্ধ করে ৫আগষ্টের স্প্রিরিট ধারন করে বাংলাদেশ পরিচালনা করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও যেমন তা ফলো করবে, ভবিষ্যতের সরকারও তা ফলো করবে। কারণ জুলাই-আগস্টের বিপ্লব হয়েছে অন্যায়ের বিরুদ্ধে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটি এম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

এ সংক্রান্ত এক প্রশ্ন জবাবে তিনি বলেন আইনি বিভিন্ন বিষয় থাকার পরও রাষ্ট্রপতির নির্বাহী আদেশে মুক্তি পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অনেকে। অথচ এটিএম আজহারুলের ক্ষেত্রে আেইনের কথা বলা হচ্ছে। তিনি এ ধরনের বৈষম্যের প্রতিবাদ জানান। গতকাল শনিবার কুমিল্লা টাউন হল মিলনায়তনে মহানগর শিবিরের সেমিনারে এসব মন্তব্য করেন তিনি। সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি ও কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল। মহানগর শিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন মহানগর সভাপতি হাছান আহমেদ।

সেমিনারে কুমিল্লা নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক ও সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ উপলক্ষে বিভিন্ন বাণী সম্বলিত ব্যানার-ফেস্টুনে সাজানো হয় পুরো টাউন হল মিলায়তন। বিলবোর্ডে স্থান পায় সাঈদী, কাদের মোল্লা, কামারুজ্জামান, আবরার ফাহাদ ও আবু সাঈদ-মুগ্ধসহ বিভিন্ন শহীদদের ছবি।

শিবির সভাপতি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে সেরা রাজনীতিবিদ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.)। তাঁর আদর্শ বাস্তবায়ন করতে পারলে পৃথিবীতে শান্তির সুবাতাস বইবে। শিক্ষার্থীদৈর উদ্দেশে তিনি বলেন, পৃথিবীতে প্রতিটি মানুষই কোনো কোনো প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেন। তবে তার বিকাশ ঘটাতে হবে পরিকল্পিতভাবে। অন্যথায় কোনো প্রতিভাই কাজে আসবে না। তিনি শিক্ষার্থীদের প্রতিভাকে ইসলামের পথে কাজে লাগানোর পরামর্শ দেন। তিনি বলেন, কোনো সহপাঠী বিপথে চলে গেলে তাকে আলোর পথে ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে প্রত্যেককে নিজস্ব অবস্থান থেকে ভুমি রাখতে তিনি পরামর্শ দেন।