চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা জামায়াত ইসলামীর কর্মীদের সাথে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর)-এর জামায়াত ইসলামীর মনোনীত নতুন প্রার্থী অলি উল্লাহ নোমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইদ্রিছ আলী। উপজেলা সহ-সেক্রেটারি হাফেজ ফুয়াদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নতুন প্রার্থী সাংবাদিক অলি উল্লাহ নোমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি এডভোকেট নজরুল ইসলাম, খেলাফত মজলিসের ঢাকা জেলা সহ সভাপতি নাজিম উদ্দিন মিসবাহ, চুনারুঘাট উপজেলা নায়েবে আমীর হাফেজ আ.স.ম কামরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মীর সাহেব আলী, মাধবপুর উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি আব্দুল হাফিজ ভূইয়া, চুনারুঘাট পৌর জামায়াতের সভাপতি মহিবুল ইসলাম মাসুম প্রমুখ।
উল্লেখ্য, সাংবাদিক অলি উল্লাহ নোমান মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের বাসিন্দা ও ইটাখোলা গ্রামের সাবেক প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা সানাউল্লাহ’র পুত্র।