নীলফামারী সংবাদদাতা : জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ জলঢাকা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর পক্ষে গত বুধবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক সাদের হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর কামারুজ্জামান, সেক্রেটারি মোয়াম্মার আল হাছান, সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুমসহ উপজেলা নেতৃবৃন্দ।
বড়লেখা (মৌলভীবাজার) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম।
গত ১৭ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর কাছ থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান।
প্রার্থীর সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা নায়েবে আমীর ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নির্বাচন পরিচালক মাওলানা আব্দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা নায়েবে আমীর ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফয়সল আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার অফিস সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মুফতি জিয়াউল হক।
গাইবান্ধা-৩
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) : আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গত ১৭ ডিসেম্বর দুপুররের দিকে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ জাবের আহমেদের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা নির্বাচন পরিচালক মাওলানা আব্দুল মজিদ আকন্দ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিনসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে মাওলানা আব্দুল মজিদ আকন্দ বলেন, “আমরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আমরা আশাবাদী।”
উল্লেখ্য, গাইবান্ধা-৩ আসনে এবারের নির্বাচনে জামায়াতের এই মনোনয়ন সংগ্রহ নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
সখিপুর : টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) নির্বাচনী এলাকায় জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান মনোনয়নপত্র ক্রয় করেছেন। দুপুর ১২.২০ মিনিটে তিনি সখিপুর উপজেলা নির্বাচন কমিশন অফিসে উপস্থিত হন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সখিপুর ও বাসাইল উপজেলা জামায়াত আমীর, সেক্রেটারি, পৌর আমীর, ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি ও রুকনসহ অসংখ্য নেতা-কর্মী এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ। মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপজেলা নির্বাহী অফিসের বাইরে অবস্থানরত নেতা-কর্মীগণের সাথে এক সংক্ষিপ্ত ব্রিফিং প্রদান করেন। সেখানে উপস্থিত সাংবাদিকবৃন্দ তাঁকে বিভিন্ন প্রশ্ন করলে সে প্রশ্নের জবাব দেন তিনি। সাংবাদিদের এক প্রশ্নের জবাবে তিনি সখিপুরবাসী অভিশাপ আটিয়া বন অধ্যাদেশ-৮২ এর ব্যাপারে বলেন, “আমরা নির্বাচিত হলে বন বিভাগের বাড়াবাড়ি, ঘর ভাঙ্গাসহ বিভিন্ন সমস্যা সমাধান করবো।” রাস্তা-ঘাটের বেহাল দশার অবসান করে নতুন রাস্তা, পুল, সেতু, কালভার্ট নির্মাণসহ নানা সমস্যা সমাধানের তিনি প্রতিশ্রুতি দেন।
রায়পুর (লক্ষ্মীপুর) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
গত ১৭ ডিসেম্বর বিকেলে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় থেকে আসন পরিচালক মাওলানা ফারুক হোসাইন নুরনবী মনোনয়নপত্র উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আসন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এ সময় বলেন, দেশের জনগণ একটি সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনের ভোটাররা ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেবেন।
শ্রীপুর (মাগুরা) : মাগুরা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটি। সোমবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে গ্রামের বাড়ি ফেরার পথে শ্রীপুরের টেঙ্গাখালি এলাকায় তাকে আটক করে ডিবি পুলিশ।
কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটি একাত্তরের মুক্তিযুদ্ধে শ্রীপুর আঞ্চলিক বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিঞার পুত্র। দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে কার্যালয় ত্যাগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
b ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি মাগুরা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রফেসর ডা. সিরাজুল আকবরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। তার দাবি, সে সময় জনগণের সমর্থন পেলেও ফল ঘোষণায় নৌকা মার্কার প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এছাড়া সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী কাজী তারিকুল ইসলামের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হয়ে বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এলাকায় তার বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বিগত সময়ে আওয়ামী লীগের দ্বারা তিনি এবং তার পরিবার নির্যাতিত। যে কারণে বর্তমান সরকারকে নিরপেক্ষ মনে করে নির্বাচনে অংশ নিচ্ছেন।
ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী আনোয়ার হাসান সুজন বুধবার ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ সময় জামায়াতে ইসলামী তারাকান্দা উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল হান্নান, ফুলপুর উপজেলা শাখার আমির মোঃ গোলাম কিবরিয়াসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভালুকা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৫৫ ময়মনসিংহ-১১ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর ছাইফ উল্লাহ পাঠান ফজলু। গত সোমবার দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচন কমিশনার মোঃ রেজাউল করিমের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ছাইফ উল্লাহ পাঠান ফজলু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি শহীদুর রহমান শাহীন, ৭নং মল্লিক বাড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু সাইদ, ৬নং ভালুকা ইউনিয়ন সভাপতি, জহিরুল ইসলাম জুয়েল, বিরুনীয়া ইউনিয়ন সভাপতি জহিরুল ইসলাম, ধীতপুর ইউনিয়ন সভাপতি খন্দকার খুররুম এবং হবির বাড়ী, মেদুয়ারী, উথুরা, কাচিনা, ডাকাতিয়া, রাজৈ ভরাডোবা ইউনিয়নের নেতৃবৃন্দসহ এসময় আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য হাসানুল ইমাম মিতুল, বড়চালা হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা খায়রুল বাশার, সাবেক ছাত্র নেতা ফাহাদ পাঠান প্রমুখ।