রাজধানীর মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দেশব্যাপি চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে ১৯ জুলাই জাতীয় বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।
শহর জামায়াতের নায়েবে আমির ড. খ. ম আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে বিক্ষোভ উত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন শহর ছাত্রশিবিরের সভাপতি ছাত্রনেতা শামীম রেজা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট সাইদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন। সমাবেশটি সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ। সমাবেশের পূর্বে
দরগা রোডস্থ জেলা জামায়াতের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় জেলা জামায়াত কার্যালয়ের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজীর বিরুদ্ধে সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলে নব্য ফ্যাসিস্টদের রুখে দিতে হবে। একই সাথে সুষ্ঠু অবাধ নির্বাচন না হলে নির্বাচন বয়কটের হুঁশিয়ারি দেন জামায়াত নেতৃবৃন্দ। এ লক্ষ্যে আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে দল- মত নির্বিশেষে যোগদান করে ৭ দফা দাবী বাস্তবায়নের মাধ্যমে অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরীর আহবান জানান।