খুলনা-১ আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ আবু ইউসুফ সোমবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বটিয়াঘাটা উপজেলার ২নং ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন এবং তাদের সমস্যার কথা শোনেন। এ সময় স্থানীয় বাজার, চা-স্টল ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।

মাওলানা শেখ মোহাম্মদ বলেন, “আমি যদি আপনাদের দোয়া ও ভোটে নির্বাচিত হই, তবে এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করব। মানুষের অধিকার রক্ষা এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণমুখী সমাজ গড়াই আমার লক্ষ্য।” গণসংযোগে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীও সনাতন ধর্মলম্বীরা অংশ নেন এবং প্রার্থীকে স্বাগত জানান। তারা বলেন, এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় একজন সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে মাওলানা শেখ আবু ইউসুফকে সংসদে দেখতে চান তারা। গণসংযোগ চলাকালে সাধারণ মানুষও উচ্ছ্বাস প্রকাশ করেন এবং অনেকেই তাকে সমর্থন দেওয়ার আশ্বাস দেন।