দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লা-১ দাউদকান্দি-তিতাস আসন অপরিবর্তিত রেখে অবিলম্বে গেজেট প্রকাশের দাবিতে ঢাকায় বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছে দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামী। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে কুমিল্লা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুল হুঁশিয়ারি দিয়ে বলেন—
“দাউদকান্দি-তিতাসের ঐতিহাসিক সীমানা কেটে খেতে দেওয়া হবে না, জনগণের রায় উপেক্ষা করলে রাজপথই হবে চূড়ান্ত জবাবের মঞ্চ।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাওলানা মোশাররফ হোসেন, রেজাউল হক সরকার, বিল্লাল মিয়াজী, নাসির উদ্দিন, জসিম উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী। তারা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো প্রেসক্লাব এলাকা।