# একটি দলকে খুশি করতে নিয়োগ বদলি হচ্ছে তাতে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে
# একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনমনে সংশয় তৈরি হয়েছে
# গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাতে একমত ৮ দল
আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রশাসনে সাম্প্রতিক রদবদলকে ‘একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন শলাপরামর্শের’ ভিত্তিতে করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এ ধরনের নিয়োগ ও বদলির কারণে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে। গতকাল রোববার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রশাসনে রদবদলের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন শলাপরামর্শে এসব নিয়োগ, বদলি করা হচ্ছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে। আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান করব নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য। এর আগে সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির শফিকুর রহমানের সভাপতিত্বে আটটি দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার আরও জানান, জুলাই জাতীয় সনদে (সংবিধান সংস্কার) গণভোটসহ পাঁচ দফা দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, আমাদের যে দাবিগুলো আংশিক পূর্ণ হয়েছে, সে দফাগুলো পুরোপুরি বাস্তবায়নে আট দলের আন্দোলন অব্যাহত থাকবে। আট দলের লিঁয়াজো কমিটি পরবর্তী বৈঠকে বসে কর্মসূচি নির্ধারণ করবেন।
একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনমনে সংশয় তৈরি হয়েছে উল্লেখ করে তিনি সরকারকে এ সংকট নিরসনের আহ্বান জানান। অধ্যাপক মিয়ার গোলাম পরওয়ার জানান, প্রধান উপদেষ্টার ভাষণে উত্থাপিত বিষয়গুলোর আংশিক সমাধান হলেও এখনো বেশ কয়েকটি দাবি অপূর্ণ রয়েছে উল্লেখ করে ৮ দলের যৌথ কর্মসূচি চলবে। পাশাপাশি ৮ দলের লিয়াজোঁ কমিটি পরবর্তী বৈঠকে কর্মসূচি করবেন বলে জানান তিনি।
বৈঠক শেষে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রধান উপদেষ্টার ভাষণের জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। সবাই ধারণা করেছিল এ ভাষণের মধ্য দিয়ে রাজনৈতিক সংকট কাটতে পারে। তবে ভাষণে কিছু বিষয় আংশিক পূরণ হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবির সুরাহা হয়নি। তিনি আরও বলেন, ‘সংস্কার প্রস্তাবনাগুলোকে আইনি ভিত্তি দিতে গণভোট আগে ঘোষণা না হওয়ায় সংশয় তৈরি হয়েছে। বিদ্যমান যে সংকট সৃষ্টি হয়েছে তা সরকারকেই নিরসন করতে হবে। জুলাই সনদের আইনিভিত্তি দেয়ার জন্য আদেশ জারিকে আমরা স্বাগত জানাই।
প্রশাসনে রদবদল নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘পছন্দের লোকদের বিভিন্ন জায়গায় বদলি করা হচ্ছে, যা লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে। আমরা প্রধান উপদেষ্টাকে এসব বিষয়ে স্বচ্ছ থাকার আহ্বান জানাই। তিনি জানান, ‘অপূর্ণ দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ৮ দলের কর্মসূচি অব্যাহত থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই জনগণের আকাক্সক্ষা বিবেচনায় নিতে হবে। এদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার সোমবার রায়ের দিন জামায়াতে ইসলামীসহ জোটের আটটি দল মাঠে থাকবে। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন। আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারও ফ্যাসিবাদের পক্ষে নাশকতার কোনো সুযোগ জাতি দেবে না। তারা (আওয়ামী লীগ) এটার সুযোগ পাবে না। আমরা আটদল মাঠে থাকবো, বলেন মিয়া গোলাম পরওয়ার।
গণভোট প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ৮ দলের শীর্ষ নেতারা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাতে একমত হয়েছেন। সরকার যেন সংস্কার প্রস্তাবনাগুলো স্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরেÑ এ দাবিও জানান তিনি। তার মতে, আন্দোলনের কারণে নির্বাচন পেছাবে না; বরং এটি নির্বাচনকে আরো স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সহায়ক হবে। বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদসহ ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ।