নরসিংদী সংবাদদাতা : দীর্ঘ ২৫ বছর পর আজ শুক্রবার ১৪ ফেব্রুয়ারি দুপুরে নরসিংদী শহরের সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয় মাঠে নরসিংদী জেলা জামায়াতের আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। নরসিংদী জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো: মুছলেহুদ্দীন এর সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামির জেনারেল মাও: রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নিবার্হী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আ.ফ.ম আব্দুস সাত্তার, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আব্দুল জব্বার ও স্থানীয় নেতৃবৃন্দ। সভা পরিচালনা করবেন নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন। এ জনসভা উপলক্ষ্যে নরসিংদী জেলা জামায়াত ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জামায়াত নেতৃবৃন্দ আশা করেন প্রায় দেড় লাখ লোকের জমায়েত হবে এ সভায়। সভা উপলক্ষ্যে নরসিংদী শহরে যেন যানযটের কারণে জনভোগান্তি না হয় সে বিষয়টি মাথায় রেখে সভা সফল করার কাজ এগিয়ে চলছে। জেলা প্রচার সেক্রেটারি জানান, জনভোগান্তি কমাতে এবং যানযট নিরসনে প্রায় দুই শতাধিক সেচ্ছাসেবক কাজ করবে। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন আরো জানান, নরসিংদী জেলার ছয়টি উপজেলার ৭২টি ইউনিয়ন ৬টি পৌরসভার প্রতিটি ঘরে ঘরে জনসভার দাওয়াত পৌছানো হয়েছে। ইনশাল্লাহ নরসিংদীতে স্মরণকালের বৃহৎ জনসভা হবে এ জনসভা।