সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: সোনারগাঁও উত্তর থানা জামায়াতের আমীর মাওলানা মো. ইসহাক বলেছেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কথা চলে দেশের থানাগুলো ২০ আগস্ট উপজেলার সাদিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মো. এহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শিক্ষা বিভাগের সেক্রেটারি প্রিন্সিপাল ড. মু. ইকবাল হোসাইন ভূঁইয়া।
মাওলানা ইসহাক বলেন, “২৪’র গণঅভ্যুত্থানে অনেকে শহীদ ও আহত হয়েছেন। সাধারণ মানুষ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সুন্দর দেশের স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিল। কিন্তু এখন চাঁদাবাজদের হাতে জিম্মি হয়ে পড়েছি। দুর্নীতি ও চাঁদাবাজি থেকে মুক্তির জন্য লড়াই করতে হবে।”
তিনি আরও বলেন, “এখনও সময় আছে, সবাই একত্রিত হোন। দেশকে সুন্দর করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নইলে হায়েনারা দেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ফেলবে। ফ্যাসিস্ট হাসিনা এখনও ওত পেতে আছে, তার রক্তপিপাসা মিটেনি।”
সভায় উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. আজিজুল ইসলাম, কোনাবাড়ি কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মো. মনির হোসেন, কোনাবাড়ি মাদরাসার শিক্ষক মাওলানা মো. আব্দুল হাকিম প্রমুখ।
সিংড়া (নাটোর): নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান গণসংযোগ করেছেন।
গত ১৮ আগস্ট বিকেলে পৌর শহরের বিভিন্ন এলাকা, সাপ্তাহিক হাট ও বাজারের দোকানপাটে গণসংযোগ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ.ব.ম আমান উল্লাহ, পৌর জামায়াতে ইসলামীর আমীর ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মো. আব্দুল মন্নাফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সেলিম খান, আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুল, মীর মো. কুতুবুল আলম, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য রুস্তম আলী, মো. রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. ইমরান ফরহাদ, সেক্রেটারি আল-আমিনসহ নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়ন এর উদ্যোগে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়। ইমাম সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও যশোর জেলা আমীর যশোর-৪ বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া সংসদীয় আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য ও দোহাকুলা ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জিল্লুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন দোহাকুলা ইউনিয়ন আমীর মাওলানা আখতারুজ্জামান। সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শফিউল্লাহ।
শ্রীপুর (মাগুরা) : মাগুরার শালিখা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোট কেন্দ্রের দায়িত্বশীলদের নিয়ে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা, মাগুরা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম.বি. বাকের।
হাটহাজারী
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। গত সোমবার (১৯ আগস্ট) বাদ মাগরিব ইউনিয়নের স্থানীয় স্কুল মাঠে আয়োজিত এই সমাবেশে
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। গণমানুষকে ঐক্যবদ্ধ করে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লার বিজয় সুনিশ্চিত করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন বুড়িশ্চর ইউনিয়ন শাখা আমীর ও উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা সাইফুদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা আমীর ও চট্টগ্রাম-৫ হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
দাউদকান্দি (কুমিল্লা): আধুনিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় বিশিষ্টজনদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহ মাঠ সংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১ এমপি প্রার্থী দাউদকান্দি উপজেলা আমীর জনাব মনিরুজ্জামান বাহলুল। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর ইউনিয়নের আমীর মোহাম্মদ আবুল কালাম। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর ইউনিয়ন শাখা।
মিরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রাম -১ মিরসরাই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে এডভোকেট সাইফুর রহমানের পক্ষে নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটির পরিচালকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২১ আগষ্ট) বিকাল ৪ টায় উপজেলার মিঠাছড়া বাজারস্থ শাশা কমিউনিটি সেন্টারে সমাবেশ টি অনুষ্ঠিত হয়।
মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবিরের সঞ্চালনায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী আসন পরিচালক অধ্যক্ষ নুরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা শাহজাহান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আহসান উল্লাহ ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহকারী সেক্রেটারি ফজলুল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা আমীর নুরুল হুদা হামিদী।