গাজীপুরে এক পোশাক কারখানায় ১৩ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ভয়ে তারা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় কারখানা কর্তৃপক্ষ দিনব্যাপী ছুটি ঘোষণা করে।
মঙ্গলবার (১৮ মার্চ) গাজীপুর সদর উপজেলার শিরিরচালা (বাঘের বাজার) এলাকায় অবস্থিত এসপি গার্মেন্টস এন্ড ওয়াশিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
হঠাৎ বন্ধ হয়ে গেল ওয়াশরুমের দরজা! এরপর... কারখানার শ্রমিক আছমা খাতুন জানান, কয়েকদিন ধরে কারখানার ওয়াশরুমে “জ্বীনের আছর” আছে এমন গুজব ছড়িয়ে পড়েছিল। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এক নারী শ্রমিক ওয়াশরুমে ঢোকার পরপরই দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। তিনি ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। একের পর এক শ্রমিক ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন। ৯আতঙ্কে কয়েকজন দিগ্বিদিক ছুটতে গিয়ে আহতও হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কারখানা কর্তৃপক্ষ অসুস্থদের উদ্ধার করে স্থানীয় হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।
হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক শিহাব আহাম্মদ ইবনে জামান জানান, “আমরা ১৩ জন শ্রমিককে চিকিৎসা দিয়েছি। তাদের বেশিরভাগই ভীতির কারণে অসুস্থ হয়েছেন। তবে কেউ নিশ্চিত করে বলতে পারেননি তারা আসলে কী দেখে ভয় পেয়েছেন।
অসুস্থ শ্রমিকদের মধ্যে রয়েছেন পারভীন আক্তার (২০), সাবিনা (২০), হালিমা (২২), লিজা (২৪), সানজিদা (২২), তাহমিনা (২১), শিখা খাতুন (২০), লিপি আকতার (১৯), নার্গিস সুলতানা (২০), বিউটি আক্তার (২৪), সানজিদা বেগম (২১), আছমা খাতুন (৪০) এবং হাকিম (২৭)।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয়রা বলছেন, গুজব দূর করতে সচেতনতা জরুরি। এই রহস্যজনক ঘটনার আসল কারণ কী? জ্বীন, নাকি গুজবের আতঙ্ক?
এ নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। তবে শ্রমিকদের আতঙ্ক কাটাতে উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।