টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ও আউটশাহী ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি স্থানীয় সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা এম এ বারী, প্রো-ভিসি প্রফেসর দেওয়ান এম এ সাজ্জাদ, জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, ইউনিয়ন সভাপতি রওশান রেজা, আউটশাহী ইউনিয়ন সভাপতি মো. মনির, উপজেলা তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আব্দুস সালামসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা। এ সময় বালিগাঁও বাজারে আয়োজিত পথসভায় অধ্যাপক এ বি এম ফজলুল করিম বলেন,
‘টঙ্গীবাড়ী ও লৌহজং অঞ্চলের মানুষের যে সব স্থানীয় সমস্যা রয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সেগুলোর সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।’