বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব বলেছেন, জামায়াতে ইসলামী এই দেশে একটি মানবিক সমাজ গঠনে কাজ করছি।যে সমাজ পরিচালিত হবে যোগ্যতা, সততা ও দক্ষতার সমন্বয়ে। আল্লাহভীরু মানুষ দ্বারা। জামায়াতের প্রতিটি কর্মীকে বাংলাদেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে নিরলস কাজ করতে হবে। নিজেকে সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি বরেলন, আগামী নির্বাচনে সৎ যোগ্য নেতাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাতে পারলে জাতিকে একটি কল্যাণ মূখী রাষ্ট্র উপহার দেয়া যাবে। আমাদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা বেড়েছে।সে প্রত্যাশা অনুযায়ী সোনার বাংলাদেশ গড়তে জামায়াত কর্মীদেরকে ধৈর্য্য, সহনশীলতা ও বুদ্ধিমত্তার সাথে সকল প্রচার-অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।
শুক্রবার (৩০ মে) বিকাল ৫টায় কুমিল্লা মহানগরী উদ্যোগে দুস্থ পূর্ণবাসনের লক্ষে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও কুমিল্লা-১০ সংসদীয় আসনের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ প্রধান অতিথি বক্তব্য তিনি এ কথা বলেন।
কুমিল্লা মহানগরী আমীর ও কুমিল্লা ৬ আসনের এমপি প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বেএ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মু.মোসলেহ উদ্দিন, নগর সেক্রেটারী মু.মাহবুবুর রহমান, জামায়াত আব্দুল মান্নান, শামছুল আলম, আব্দুল হক প্রমুখ।
এদিকে,বাংলাদেশ জামায়াতে ইসলামী ( নাঙ্গলকোট, লালমাই ও সদর দক্ষিণ উপজেলা) কুমিল্লা-১০ সংসদীয় আসনের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শুক্রবার সকাল সাড়ে ৮টায় লালমাই উপজেলার ( ভূচ্চি) ছোট শরীফপুর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মোঃ আব্দুর রব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির মোঃ শাহজাহান এডভোকেট ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কুমিল্লা- ১০ নির্বাচনী আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোঃ ইয়াসিন আরাফাত। এতে সভাপতিত্ব করেন জেলা দক্ষিন কর্মপরিষদ ও সদর দক্ষিণ উপজেলা আমির মোঃ মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন নাংগলকোট উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন, লালমাই উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ আবদুর নূর।