আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নিজের প্রার্থীতা প্রত্যাহার করলেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মীর আরশাদুল হক। একইসঙ্গে তিনি দল থেকেও পদত্যাগ করেছেন।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান মীর আরশাদুল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর আরশাদুল হক এনসিপির চট্টগ্রাম মহানগর ইউনিটের প্রধান সমন্বয়ক ছিলেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধানসহ একাধিক দায়িত্ব পালন করেছেন।

ফেসবুক পোস্টে তিনি জানান, এসব পদসহ সব দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন এবং চট্টগ্রাম-১৬ আসনে এনসিপির প্রার্থী হিসেবেও আর নির্বাচন করবেন না।

তিনি ওই পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর নির্বাসন শেষে ফেরায় 'বিশেষ দিন' হিসেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানান।

একই পোস্টে তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে এক হাজার ৪০০-এর বেশি শহীদ ও হাজারো আহতের আত্মত্যাগ সত্ত্বেও দেশে শান্তিপূর্ণ ও ন্যায্য রাজনৈতিক পরিবর্তন আসেনি।

এ ক্ষেত্রে এনসিপিও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।