লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জ-২ আসনের (লৌহজং ও টঙ্গীবাড়ী) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম দিনব্যাপী গণসংযোগ করেছেন লৌহজং উপজেলার বিভিন্ন হাট বাজারে। শুক্রবার সকাল ৯টায় তিনি মেদিনীমণ্ডল ইউনিয়নের মাওয়া বাজারসহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন। পরে বিকেলে তিনি হলদিয়া ইউনিয়নের হলদিয়া বাজারসহ আশপাশের এলাকার সাধারণ ভোটারদের সাথে গন সংযোগ করেন এবং ভোটারদের সাথে খোলামেলাভাবে আলাপচারিতা করেন। এ সময়ে তার সাথে ছিলেন পদ্মা সেতু উত্তর থানার জামায়াতের আমির মুফতি আনোয়ার হোসাইনসহ জামায়াত শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
রাজনীতি
মুন্সীগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থীর গণসংযোগ
মুন্সীগঞ্জ-২ আসনের (লৌহজং ও টঙ্গীবাড়ী) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম দিনব্যাপী গণসংযোগ করেছেন লৌহজং উপজেলার বিভিন্ন হাট বাজারে।
Printed Edition
