রাজনীতি
চাঁদার টাকা ভাগবণ্টন নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২০
সুনামগঞ্জের মধ্যনগরে কয়লার ট্রাক থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপি যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ আলী (৬০)। তিনি উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র।
Printed Edition
সুনামগঞ্জের মধ্যনগরে কয়লার ট্রাক থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপি যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ আলী (৬০)। তিনি উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষে আরও ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহেশখলা বাজারে গত সোমবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন স্থানীয় উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের সাউদপাড়া গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবদলের সভাপতি হযরত আলী ও হোসেনপুর গ্রামের ছাত্রদল নেতা হারুন রশীদের মধ্যে সীমান্ত এলাকার চোরাচালান ও চাঁদা আদায় নিয়ে আধিপত্যের লড়াই চলছিল। বিগত সেপ্টেম্বর মাস থেকে দখলদারিত্বের এই বিরোধ চরম আকার ধারণ করে। পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার বাগলী শুল্কষ্টেশন থেকে কয়লা বোঝাই ট্রাক মহেশখলা বাজার হয়ে সীমান্ত পথে পাচার করা হয়। এই রুটে নিরাপদ মালামাল পাচারের জন্য আগে মধ্যনগর থানা পুলিশ ও আওয়ামী লীগ নেতারা নিয়মিত চাঁদা আদায় করতেন। ৫ আগষ্টের পর থেকে উপজেলা যুবদল সভাপতি হযরত আলী দখল বুঝে নেন। তার ভাই বিএনপি নেতা সোহেলের মাধ্যমে কয়লা বোঝাই টিসি ট্রাক থেকে নিয়মিত চাঁদা আদায় করেন তিনি।
মকবুল হোসেন নামের স্থানীয় এক বিএনপি নেতা জানান তাহিরপুর উপজেলার বাগলী শুল্কষ্টেশন থেকে কয়লা বোঝাই ট্রাক থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত। সোমাবার বিকেলে মহেশখলা বাজারে চাঁদা আদায়ের বিষয়টি নিয়ে দলের মিটিং বসে। সেখানে ছাত্রদল নেতা হারুন মাহমুদের পক্ষের আব্দুস সালামের পুত্র আলম প্রকাশ্য মিটিংয়ে চাঁদাবাজির জন্য হযরত আলীকে দায়ী করলে হযরত আলীর আরেক ভাই বিএনপি কর্মী সাদ্দাম গলা চেপে ধরে। এতে উভয় পক্ষই উত্তেজিত হয়ে উঠলে সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে সাময়িকভাবে প্রশমিত হয়।
এঘটনা জানাজানি হলে সন্ধ্যা ৭টার দিকে উভয়পক্ষের লোকজন সংঘটিত হয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় ঘন্টাব্যাপী সংঘর্ষে লাটিসোটা ও ইটপাটকেলের আঘাতে হোসেনপুর গ্রামের মোহাম্মদ আলী (৬০) নামের এক বিএনপি কর্মী মৃত্যুবরণ করেন। উভয় পক্ষে আহত হয় আরও অন্তত ২০ জন। খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহমেদ জানান চাঁদা আদায়ের ভাগবণ্টন থেকে বিএনপির দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।