শনিবার (১২ এপ্রিল) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মজিদ বানু ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার নারী ও পুরুষদের নিয়ে পৃথকভাবে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। পুরুষদের নিয়ে মতিউর রহমান আকন্দের বাড়ির বহিরাঙ্গনে ও মহিলাদের নিয়ে বাড়ির ভিতরাঙ্গনে একই সময়ে ভিন্নভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
পুরুষদের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এড. মতিউর রহমান আকন্দ।
আরো উপস্থিত ছিলেন জেলা আমীর জনাব আব্দুল করিম, মহানগরী আমীর কামরুল আহসান এমরুল, জেলা নায়েবে আমীর কামরুল হাসান মিলন, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা বদরুল আলম, মহানগরী সেক্রেটারী শহীদুল্লাহ কায়সার, উপজেলা আমীর অধ্যাপক শামসুল হক, সেক্রেটারি আব্দুল্লাহ মুজাহিদ, পৌর আমীর আফতাবুর রহমান আকন্দ, শিবিরের মহানগরী সভাপতি খালিদ মাহমুদ, কৃষি বিশ্ববিদ্যালয় সভাপতি আলমগীর, জেলা সভাপতি এমদাদুল হক, উপজেলা সভাপতি রাশেদুল ইসলাম। এলাকাবাসীর মাঝে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কদ্দুস, বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মহিলাদের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী। আরও উপস্থিত ছিলেন অঞ্চল টিম ও উপজেলার মহিলা নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় এলাকাবাসী আগামী নির্বাচনে মুক্তাগাছা-৫ আসন থেকে এড. মতিউর রহমান আকন্দকে এলাকার সন্তান হিসেবে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করার বিষয়ে সর্বাত্মকভাবে কাজ করার জন্য ঐকমত্য পোষণ করেন। এড. মতিউর রহমান আকন্দ এর নিজ গ্রাম কান্দীগাঁওসহ পার্শবর্তী এলাকার ৬ সহশ্রাধিক মানুষ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। উপস্থিত মেহমানদের বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুশৃঙ্খলভাবে দুপুরের খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সুন্দর, প্রাণবন্ত ও আকর্ষণীয় হয়ে ওঠে।