আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি গনতন্ত্র মানবাধিকার, ভোটাধিকার ও আইনের শাসনে বিশ্বাস করে না মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, গনহত্যায় জড়িত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বাংলার মাটিতে রাজনীতি করার কোন অধিকার নেই।
জুলাই গণঅভ্যূত্থান স্মরণে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে মহানগর লেবার পার্টি আয়োজিত মহানগর প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
ইরান বলেন, জুলাই গণঅভ্যূত্থানে বিজয়ের কৃতিত্ব কারো একা নয়। ছাত্ররা যখন কোটা সংস্কার দাবিতে আন্দোলন শুরু করে তখনও দেশের রাজনৈতিক দলগুলো হাসিনা পতনের এক দফার আন্দোলন করছিল। বিএনপি নেতৃত্বাধীন জোটের শরীকদেরকে কোনঠাসা করে নব গঠিত কোন কোন দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এ ধরনের অশুভ তৎপরতা রাজনীতির জন্য সুখকর হবেনা।
খুলনা মহানগর লেবার পার্টির সভাপতি অধ্যক্ষ এ এস এম সাইফুদ্দোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ টিপু সুলতানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, আইনজীবী সমিতির আহবায়ক আব্দুল্লাহ হোসেন বা”চু, পার্টির ভাইস চেয়ারম্যান জহুরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, খুলনা প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, আমার দেশ খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, দপ্তর সম্পাদক মোঃ মিরাজ খান, ঢাকা মহানগর আহ্বায়ক মোঃ মাসুম চৌধুরী, পিরোজপুর জেলা সমন্বয়কারী মোঃ ইলিয়াস হোসেন মাঝি, চুয়াডাঙ্গা জেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম মিঠু, যশোর জেলা সদস্য সচিব মোঃ রাজ্জাকুল ইসলাম, যুব মিশন আহবায়ক সালমান খান বাদশা ও ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন।