‘জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আগামীর দিন শুধু সম্ভাবনার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় শহরতলীর আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, নভেম্বরেই অবশ্যই গণভোট দিতে হবে। জুলাই সনদের আইনের ভিত্তি বাস্তবায়নে গণভোটের কোনো বিকল্প নেই। দেশের অধিকাংশ রাজনৈতিক দলই গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে। যারা আগে এর বিরোধিতা করেছিল, তারাও এখন গণভোটের প্রয়োজনীয়তা স্বীকার করছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের দায়িত্ব হলো পতিত স্বৈরাচারের সব ধরনের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা। জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা দিতে হবে। এই দেশে আর আওয়ামী লীগ ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। যারা তাদের পুনর্বাসনের চেষ্টা করছে, তারা সচেতন হোন- কারণ তাদের হাতে হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে। জুলাই বিপ্লব ও বিডিআর বিদ্রোহসহ একাধিক গণহত্যার দায় তাদের ওপরই বর্তায়।
বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমীর ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ একেএম আলী মোহসীন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, ডা. আলমগীর বিশ্বাস, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ বেলাল উদ্দীন, কুষ্টিয়া-২ আসনের প্রার্থী আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী মুফতি মাওলানা আমির হামজা এবং কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী মাওলানা আফজাল হোসেন।
সম্মেলনের পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার। বক্তারা ইসলামী মূল্যবোধে সমাজ গঠন, শিক্ষার আলো বিস্তার এবং ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের রুকনগণ (সদস্যরা) উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।
মেহেরপুর জেলা সংবাদদাতা : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেছেন, নির্বাচনের আগে সরকারকে গণভোট দিতেই হবে।
গতকাল বিকালে জেলা জামায়েতের অফিস পশুহাট সংলগ্ন চুয়াডাঙ্গা রোড, মেহেরপুরে অনুষ্ঠিত রোকন সম্মেলনের সভাপতিত্ব করেন মেহেরপুরÑ মুজিবনগর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান, প্রধান আলোচক ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক, যশোর-কুষ্টিয়া অঞ্চল মোবারক হোসাইন। বক্তব্য রাখেন অধ্যাপক আলমগীর বিশ্বাস যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য। গাংনী ২ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা কর্ম পরিষদ ও সুরা কমিটির সদস্য নাজমুল হুদা
জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহাবুব-উল আলম, জেলা সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি কাজী মাওলানা রুহুল আমিন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খানজাহান আলী, গাংনী উপজেলা আমীর ডাক্তার রবিউল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, মুজিবনগর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ খাইরুল বাশ। জামায়াতের জেলা রোকন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মেহেরপুর জেলা জামায়াতের সাংবাদিক সম্মেলন
মেহেরপুর জেলাসহ সারাদেশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জনাব মোবারক হোসাইন, এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আলমগীর বিশ্বাস যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য। মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান, জেলার সেক্রেটারি মো. ইকবাল হোসাইন, গাংনী ২ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা কর্ম পরিষদ ও সুরা কমিটির সদস্য নাজমুল হুদা। প্রধান অতিথি বলেন আগামী নির্বাচনের আগে সরকারকে গণভোট দিতে হবে জামায়াতের দাবি নয় শুধু সারা বাংলাদেশের জনগণের প্রাণের দাবি।বাংলাদেশের আটটি ইসলামী দলসহ সকল দলের জাতীয় সনদে বাস্তবায়ন করতে হলে গণভোট দিতে হবে। প্রধান অতিথি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।