একবিংশ শতাব্দীর চ্যালেজ্ঞ মোকাবেলায় নেতৃত্বের গুণাবলী সৃষ্টি ও নিজেদেরকে যোগ্যতর হিসাবে গড়ে তুলতে ইসলামী আন্দোলনের কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।
তিনি ঢাকার কেরানীগঞ্জে সাউদার্ন সিটি কলেজ কেরানীগঞ্জ ক্যাম্পাসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা শাখা আয়োজিত দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মান্নান, ড. মাওলানা আব্দুস সামাদ ও এডভোকেট মসিউল আলম। উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, অধ্যক্ষ মোঃ শাহিনুর ইসলাম, সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসেন, মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম ও জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান প্রমুখ।
সাইফুল আলম খান মিলন বলেন, ইসলাম প্রতিষ্ঠায় দাওয়াত অপরিহার্য অনুসঙ্গ। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করার নির্দেশ প্রদান করেছেন। মোমিনের প্রধান বৈশিষ্ট হলো দাওয়াত, আদেশ-নিষেধ, দিন প্রতিষ্ঠা বা নসিহতের দায়িত্ব। এমন দ্বীনি দাওয়াত যে ব্যক্তি প্রদান করবেন, তিনি সফলতা অর্জন করবেন। পবিত্র কালামে হাকীমের সূরা আল ইমরানের ১০৪ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘আর তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে; আর তারাই প্রকৃত সফলকাম’। তাই আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।