রংপুর অফিস, মিঠাপুকুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, জুলাই অভ্যুথানের শহীদদের রক্তের স্বার্থেই বিচার, সংস্কার এবং পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন করতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মাওলানা আব্দুল হালিম বলেন, আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণ এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন সম্ভব নয়। ঐক্যমত কমিশনে দেশের ২৬টি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দাবী এবং প্রস্তাব করেছে। এই পদ্ধতিতে সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় জনগণের গ্রহণযোগ্য সরকার গঠন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখা আমীর আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, রংপুর জেলা শাখার আমীর এবং রংপুর-৫ মিঠাপুকুর আসনে জামায়াতে ইসলামীর মনোনিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর রংপুর জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক, ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা শাখা সভাপতি ফিরোজ মাহমুদ প্রমুখ।
সমাবেশে অধ্যাপক গোলাম রব্বানী বলেন, দেশের মানুষ যদি জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তবে আমরা প্রস্তত আছি। মিঠাপুকুর উপজেলায় অতিতের মত আগামীতেও ছাত্র-যুবক-কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষ জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচিত করবে ইনশায়াল্লাহ। আমরা সকলের সহযোগিতায় বিজয় নিশ্চিত করতে চাই।
মাওলানা আব্দুল হালিম বলেন, আগামী নির্বাচনে সকল শ্রেণী পেশা সহ ইসলামী শক্তির ভোট ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে একই বাক্সে হবে ইনশায়াল্লাহ। পলাতক পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের র্স্বাথে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।