পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি পক্ষ থেকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আসন ছেড়ে দেওয়া হলেও নির্বাচনী এলাকায় স্থানীয় বিএনপির একটি বড় অংশকে পাশে পাচ্ছেন না নূর।

স্থানীয় বিএনপির এই অংশটি দলীয় বিদ্রোহী প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুনের পক্ষে কাজ করছেন। এ নিয়ে ভিপি নূর বেশ ক্ষুব্ধ। ইতোমধ্যে দল থেকে হাসান মামুনকে বহিষ্কার করা হলেও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার পাশেই অবস্থান করছেন। তারা জানান, দল যে সিদ্ধান্তই নিক না কেন, তারা হাসান মামুনের সঙ্গেই থাকবেন।

এমন পরিস্থিতিতে সাবেক ভিপি নূরের জয়ের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপি কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারবে বলেও মনে হচ্ছে না। ক্রমেই জয়ের পাল্লা ভারী হচ্ছে বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের দিকে।

এই আসনে বরাবরই বিএনপি দুর্বল অবস্থানে ছিল। ১৯৯০ সালের পর কোনো নির্বাচনেই ধানের শীষ জয় পায়নি। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটিতে বর্তমানে পরিস্থিতি কিছতা পাল্টাতে শুরু করেছে। বিএনপি নেতা শাহজাহান খানের মৃত্যুর পর কেন্দ্রীয় নেতা হাসান মামুনের নেতৃত্বে দলটি ক্রমশ সুসংগঠিত হচ্ছে।

৫ আগস্ট-পরবর্তী প্রেক্ষাপটে স্থানীয় বিএনপি আসনটি পুনরুদ্ধারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে জাতীয় নির্বাচনে দল থেকে কাউকে মনোনয়ন না দেয়ায় হতাশ স্থানীয় নেতাকর্মীরা। কেন্দ্রীয় সিদ্ধান্তে ভিপি নূরকে আসন ছেড়ে দেয়ার পরই বিএনপি নেতা হাসান মামুন বিরোধিতায় নামেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। প্রয়োজনে দল ছাড়ার গুঞ্জনও রয়েছে।