DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিস ফোরামের মত বিনিময়

প্রতিরক্ষা ব্যবস্থাকে পেশাদার ও যুগোপযোগী করতে পৃথক কমিশন গঠনের আহ্বান

দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে পেশাদার ও যুগোপযোগী করতে পৃথক কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন বক্তারা। গতকাল শুক্রবার নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিস ফোরাম আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এই আহ্বান জানানো হয়।

Printed Edition
469c4a8c-793e-41b7-bdc3-6ba35265c0a9
গতকাল শুক্রবার নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিস-এনডিজে-এর উদ্যোগে সশস্ত্র বাহিনীর সদস্য, বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল -সংগ্রাম

দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে পেশাদার ও যুগোপযোগী করতে পৃথক কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন বক্তারা। গতকাল শুক্রবার নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিস ফোরাম আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এই আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে ৩৬ জুলাই আন্দোলন পরবর্তী নতুন বাংলাদেশ ২.০ গঠনের প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জ এর বিষয়ে স্বল্প পরিসরে আলোচনা এবং মত বিনিময় করা হয়। সেইসাথে জুলাই আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, বিডিআর হত্যায় শহীদ পরিবার, গুম হত্যায় ক্ষতিগ্রস্ত এবং স্বৈরাচার আমলে বঞ্চিত ও চাকরিচ্যুত অফিসার বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির (অবসরপ্রাপ্ত) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সদস্য, বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন - সাবেক কুটনীতিক সাকিব আলী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর- নুরুল ইসলাম বুলবুল, মহিউদ্দিন এবি নাইম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, সাংবাদিক মেহেদী হাসান পলাশ, মেজর (অব.) ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন, রেজাউল করিম রনি, সম্পাদক, জবান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

দোয়া ও মুনাজাত পরিচলনা করেন মোহাম্মদ মহিউদ্দিন, ফকিহ, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকা। অনুষ্ঠানে উপস্থিত সামরিক ও বেসামরিক সকলে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার যাতে করে কোনোভাবেই ব্যর্থ না হয় তা সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে এই সরকারকে ব্যর্থ করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত সকল গুম, হত্যা ও গণহত্যা সহ সকল অপরাধের ন্যায় বিচার দাবি করেন। একই সাথে প্রস্তাবিত সকল সংস্কার সম্পন্ন শেষে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও সকলে উল্লেখিত সংস্কার কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে পেশাদার ও যুগোপযোগী করার জন্য পৃথকভাবে একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠনের প্রয়োজনীয়তার ব্যাপারে দৃঢ়ভাবে মতামত ব্যক্ত করেন। পরিশেষে সকলে ৩৬ জুলাই পরবর্তী নতুন বাংলাদেশের সাফল্য ও মঙ্গল কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়। প্রস বিজ্ঞপ্তি ।