সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক এমপি আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন রাসেলের সাথে বিএনপি’র বিরুদ্ধে একাত্বতা প্রকাশ করেন সখিপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ হাবীব এবং বিএনপি’র অন্য আরেক গ্রুপের মনির হোসেন মনা এবং জনতা লীগের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের সিদ্দিকী। টাঙ্গাইল শহরের বাসা “সোনার বাংলা” তে যান স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাহ উদ্দিন আলমগীর রাসেল। এ সময় তার নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।