দোয়ারাবাজার সুনামগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর পান্ডারগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে দিনব্যাপী এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও এলাকায় আয়োজিত এই কর্মী শিক্ষা শিবিরে স্থানীয় নেতৃবৃন্দসহ শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরেরব সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট মুসলিম কমিউনিটি নেতা সুলতান আহমদ। তিনি বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীদের জ্ঞানে-চরিত্রে, চিন্তায়-চেতনায় আদর্শিকভাবে সমৃদ্ধ হতে হবে। ব্যক্তি সংশোধন ও সংগঠনকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, ছাতক উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা একেএম ফরিদ উদ্দিন এবং উলামা বিভাগ পান্ডারগাঁও অঞ্চলের সভাপতি মাওলানা আবুল হক,সহ সেক্রেটারি রিয়াদুল।
ইউনিয়ন সেক্রেটারি আব্দুল হাই বশিরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পান্ডারগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা দিলোয়ার হোসেন।আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দসহ ওয়ার্ড দায়িত্বশীলগণ।
বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনাচারে আল্লাহভীতি, দায়িত্বশীলতা ও একাগ্রতা থাকা আবশ্যক। স্থানীয় পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে হলে আদর্শিক শিক্ষার বিকল্প নেই। শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
সাতক্ষীরা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী স্বনির্ভর আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। সমাজের প্রতিটি স্তরে ইসলামের শিক্ষা ও সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুসংগঠিত সমাজ গড়ে চায়। তিনি আশ্বস্ত করে বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের মানুষ নতুন নেতৃত্ব পাবে। আমরা নিশ্চিত করছি, আল্লাহ যদি জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নেন তাহলে দেশের সকল মানুষের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠিত হয়নি বলে অভিযোগ করে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে একটি ইনছাপ পূর্ণ সমাজ প্রতিষ্ঠা করবে। শুক্রবার (১৩ জুন) সকাল ৮টায় সাতক্ষীরা আল আমিন ট্রাষ্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে রুকন প্রার্থী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হকের সভাপতিত্বে ও অফিস সেক্রেটারি রুহুল আমিনের সঞ্চালনায় শিক্ষা শিবিরে দারসুল কুরআন পেশ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গণি। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ ওবায়দুল্লার উদ্বাধেনী বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া দিনব্যাপি অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শূরা সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস রবিউর বাশার, কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। কর্মশালায় অন্যান্যের মধ্যে জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুল, কর্মপরিষদ সদস্য আসাদুজ্জামান, অধ্যাপক আব্দুল ওয়ারেশ উপস্থিতি ছিলেন। উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন , আমাদের আদর্শ একমাত্র ইসলাম। সাধারণ মানুষের মধ্যে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া এবং তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়া জামায়াতে ইসলামীর প্রধান লক্ষ্য। শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন,শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত দিয়ে আল্লাহর হক আদায় হবে না। খেলাফতের দায়িত্ব পালন অনেক কঠিন। নামাজ, রোজা, যাকাত আদায়ের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার প্রস্তুতি নিতে হবে। হয় গাজী না হয় শহিদ, এই ধরনের যোগ্যতা অর্জন করতে হবে।
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১২ জুন) উপজেলার একটি মিলনায়তনে এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ও জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।
কাউখালী উপজেলা আমীর মাওলানা মোঃ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোঃ জহিরুল হক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ সিদ্দিকুল ইসলাম, জেলা পেশাজীবী সভাপতি ডঃ আব্দুল্লাহীল মাহমুদ,ভান্ডারিয়া উপজেলা আমীর মাওলানা আমির হোসাইন খান, কাউখালী উপজেলা সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির প্রমূখ । দিন ব্যাপী অনুষ্ঠিত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা মিডিয়া বিভাগের সদস্য অধ্যাপক মোঃ সাইদুল কবির বশির । শিক্ষা শিবিরে বক্তারা কর্মীদের ব্যক্তিগত মান উন্নয়নের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়া আগামী দিনের সুন্দর সোনার বাংলা বিনির্মাণের জন্য একদল সোনার মানুষ তৈরি করার লক্ষ্যে প্রতিটি কর্মীকে যোগ্য করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।