“জনগণের ভোটাধিকার, ভাতের অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা হরণ করে দেশের জনগণকে জিম্মি করে একদলীয় শাসন কায়েম করেছে আওয়ামী লীগ। বিগত ১৬ বছর ধরে তারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সচেতন ছাত্রজনতা সেই ষড়যন্ত্র আর সফল হতে দেবে নাÍবক্তব্যে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, কালিগঞ্জ পূবাইল বাড়িয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো: খায়রুল হাসান।
গতকাল শুক্রবার কালিগঞ্জ উপজেলার বাহাদুর সাদী ইউনিয়নের সৈগাতি গ্রামে কেন্দ্রীয় মসজিদসংলগ্ন মাঠে আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ক্ষমতাকে চিরস্থায়ী করতে জামায়াত-শিবিরের ওপর বর্বর স্টিমরোলার চালানো হয়েছে। আমাদের নেতাকর্মীদের হত্যা, গুম, গ্রেফতার, রিমান্ড ও ফাঁসির মতো ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। তবুও আমরা থেমে যাইনি, যাবো না। ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা প্রস্তুত। বক্তব্যে তিনি আরও বলেন, “জনগণের ভাগ্য নিয়ে নতুন কোনো চক্রান্ত হলে ছাত্র-জনতা রুখে দাঁড়াবে। জনগণের অধিকার আদায়ে জামায়াত সবসময় সোচ্চার থাকবে।
বাহাদুর সাদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মো: সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেনÍকালিগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো: আফতাব উদ্দিন, নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামান, কর্মপরিষদ সদস্য মাওলানা শিহাব উদ্দিন, বেতুয়া পশ্চিমপাড়া মন্দিরের সভাপতি অজিত দাস, জামালপুর ইউনিয়ন আমীর হাফেজ কামরুল হাসান, বাহাদুর সাদী ইউনিয়নের জামায়াত নেতা মাওলানা আইয়ুব খান, যুবনেতা আসলাম, ওমর ফারুক, মো: মজিবুর রহমান ও মো: আল-আমিন প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক সহযোগী সদস্য উপস্থিত ছিলেন, যারা নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে শপথ গ্রহণ করেন।