আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আমরা আওয়ামী লীগ পুনর্বাসন করছি বলে আলোচনা হচ্ছে। যেই দলটা সবচেয়ে বেশি নির্যাতন করেছে আমাদের ওপর। বিনা কারণে আমাদের চেয়ারপার্সনকে কারাগারে রেখেছে। তারেক রহমানকে নির্বাসনে রেখেছে। আরাফাত রহমান মালয়েশিয়ায় মারা গেছেন। বিএনপির মহাসচিবসহ এমন কোনো নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা দেয়নি? আর আমরা সেই আওয়ামী লীগের পুনর্বাসন করছি, এটা কী সম্ভব? গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে এ আলোচনা সভার আয়োজন করে ১২ দলীয় জোট।

এক-দেড় মাসে জুলাই সনদ হলে সংসদ নির্বাচন ডিসেম্বরে কেনো নয় তার কারণ জানতে চেয়ে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশন বলছে তারা জুন মাসের মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুত হয়ে যাবে। রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান আলী রীয়াজ উনি বলেছেন, আমাদের আলোচনা প্রায় শেষ, আমরা এই মাসের মধ্যেই দ্বিতীয় পর্যায়ের আলোচনায় যাবো। সেটা করতে আর কত দিন লাগতে পারে? ম্যাক্সিমাম একমাস থেকে দেড় মাস, এর বেশি তো না।

নজরুল ইসলাম খান বলেন, আপনারা যা বলছেন, তাতেই তো কোন বাধা নাই। এখন যদি বলেন যে, আরও দেরি করতে হবে। তাহলে কারণটা তো তাকেই বলতে হবে যে কেনো করতে হবে? তাতো বলছেন না তারা। তিনি বলেন, আমরা পরিস্কার বলতে চাই, অবশ্যই আমরা সংস্কার চাই। যেসব সংস্কার প্রয়োজন, যে সব সংস্কার সম্ভব, যেসব সংস্কার ছাড়া একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব না এর সবগুলো নিয়ে আমরা করতে চাই। আমরা এটাও চাই যে, যত দ্রুত সম্ভব জনগনের ক্ষমতা জনগনের হাতে ফিরিয়ে দিতে হবে।

আওয়ামী লীগ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, কেউ কেউ প্রচারের চেষ্টা করছে যে, আমরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই। এই ফাইজলামির কোনো মানে হয়? এটা কি সম্ভব? আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেবো। এসব ফাইজলামী করার কোনো মানে হয় না। আছে কিছু কিছু লোক নিজেদের বুদ্ধিমান দাবি করেন কিন্তু তাদের বুদ্ধি কারো পক্ষে বা বিপক্ষে যখন যায় তখন আর বুদ্ধিমান সঠিক থাকে না।

১২ দলীয় জোটের সমন্বয়ক জাতীয় পার্টির(কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় এলডিপির সাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টি(কাজী জাফর) আহসান হাবিব লিংকন, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করীম খান, কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, জাগপার ইকবাল হোসেন প্রধান প্রমূখ বক্তব্য রাখেন।