মেহেরপুর সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মেহেরপুর-২(৭৪) গাংনী সংসদীয় আসনে বিএনপির একাধিক প্রার্থী আর জামায়াতে ইসলামীর একক প্রার্থী থাকাই জামায়াতের নেতাকর্মীরা আগাম নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এতে করে বেড়েছে তাদের রাজনৈতিক তৎপরতা। জুলাই বিপ্লব পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের ফলে এবারকার নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে লক্ষ করা যাচ্ছে নতুন সমীকরণ। এখন থেকেই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ, মিছিল-মিটিং, উঠান বৈঠক ও শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীগণ । এদিকে জামায়াতে ইসলামী ইতোমধ্যে প্রার্থীর নাম ঘোষণা করেছে। মেহেরপুর-২(৭৪ ) গাংনী আসনে জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদের সদস্য, গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ নাজমুল হুদা নিয়মিত সভা-সমাবেশ করছেন, পাশাপাশি নারী ভোটারদের আকৃষ্ট করতে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন। অসহায়দের মধ্যে নানা উপহারও বিতরণ করছেন তিনি। আগামী নির্বাচন সামনে রেখে সাংগঠনিকভাবে তৎপরতা বাড়িয়েছে জামায়াত।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ ইকবাল হোসাইন জানান, “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিচ্ছি। দুর্নীতি ও চাঁদাবাজের বিরুদ্ধে মানুষ মেহেরপুর-১(৭৩) সংসদীয় আসন ও মেহেরপুর-২(৭৪) গাংনীর আসনে জামায়াতের মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
গাংনী উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রবিউল ইসলাম বলেন জামায়াতের প্রার্থী মোঃ নাজমুল হুদাকে সাধারণ ভোটাররা ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। জামায়াতের প্রার্থী মোঃ নাজমুল হুদা বিপুল ভোটে বিজয় হবেন ইনশাআল্লাহ।
বিএনপির সম্ভাব্য প্রার্থীরা
মেহেরপুর-২ (৭৪) গাংনী এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও শিল্পপতি সমাজসেবক আলহাজ্ব জাবেদ মাসুদ (মিল্টন) বিএনপি’র দুঃসময়ের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট সমাজসেবক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, গাংনী উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান (বাবলু)।
অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই মাঠে সক্রিয়। নবনির্বাচিত জেলা বিএনপির সভাপতি শিল্পপতি আলহাজ্ব জাবেদ মাসুদ (মিল্টন) গ্রামে-গঞ্জে গণসংযোগ করে তুলে ধরছেন তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি। মেহেরপুর -১ (৭৩)সংসদীয় আসন এবং মেহেরপুর -২ (৭৪)আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে বিজয় হবে বলে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন।
সাবেক এমপি আমজাদ হোসেন বিভিন্ন সভা-সমাবেশে অভিযোগ তুলছেন বর্তমানে বিএিনপির বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের জায়গা দেওয়া হয়েছে। তিনি কমিটি পুনর্গঠনের দাবিতে সভা সমাবেশ, মিছিল গণসংযোগ চালাচ্ছেন। এ প্রসঙ্গে সাংবাদিকদের বিএনপির নবনির্বাচিত জেলা সভাপতি আলহাজ্ব জাবেদ মাসুদ (মিলটন) বলেন, “বিএনপি একটি বড় দল। এখানে মনোনয়নের প্রতিযোগিতা থাকবেই। দল যাকে মনোনয়ন দেবে সবাই তার হয়ে কাজ করবে।” বিএনপির নেতাকর্মীদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া।
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতা মোঃ শাকিল হোসাইন কে মেহেরপুর--২(৭৪) গাংনী আসনের প্রার্থী ঘোষণা করেছেন।
তবে সাধারণ ভোটারের কাছে এখনো পর্যন্ত নির্বাচনী ইশতেহার বা কোন প্রচার, প্রচারণা ভোটারের কাছে পৌঁছাতে পারেনি।
গণঅধিকার পরিষদের তৎপরতা তেমন দেখা যাচ্ছে না। তাদের মনোনয়নপ্রত্যাশীদেরও এলাকায় পাওয়া যাচ্ছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ঘোষণা করলেও এখনও নীরব রয়েছে। দলটির দাবি, নেতাকর্মীরা মাঠে কাজ করছে।
ভোটারদের কথা
মেহেরপুর -২(৭৪ গাংনী) ১৬ টাকা ইউনিয়নের মানিকদিয়া গ্রামের তরুণ ভোটার শাহিনুজ্জামান বলেন বিগত স্বৈরাচার সরকারের সময় প্রায় ১৫ বছর ভোট দিতে পারেনি সাধারণ ভোটাররা। কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে পেশি শক্তি এবং দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে ভোট সেন্টার দখল এবং ভোটারদের সেন্টারে প্রবেশের বাধা প্রধান করে থাকেন। বিধায় ভোটাররা মনে করেন নির্দলীয় নিরপেক্ষ সরকারকে অধীনে নির্বাচন করা প্রয়োজন। ভোটাররা মনের আনন্দে ঈদ উৎসবের মতন যোগ্য প্রার্থীদের ভোট দিতে পারবেন।
মেহেরপুর জেলা নির্বাচন অফিসার সাংবাদিকদের জানিয়েছেন আগামী নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেহেরপুর ২(৭৪- গাংনীর) আসনের নির্বাচনে এলাকার মোট ভোট সংখ্যা ২ লক্ষ ৬৭ হাজার ৮৩৩ ভোট - পুরুষ ভোটার ১ লক্ষ ৩৩ হাজার ৪১২ মহিলা ভোটার ১ লক্ষ ৩৪ হাজার ৪১৭। গাংনী উপজেলা নির্বাচন অফিসার বলেন ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গাংনী। মেহেরপুর ২(৭৪-গাংনী) সংসদীয় আসন গঠিত হয়েছে। আগামী নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করার কাজ চলমান রয়েছে।