সিলেটের কৃতী সন্তান বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুনর্নির্বাচিত আমীর ডা. শফিকুর রহমান আজ বুধবার সিলেট আসছেন। তিনি সকাল সাড়ে ৭টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। যথাসময়ে উপস্থিত থেকে বিমানবন্দরে আমীরে জামায়াতকে অভ্যর্থনা প্রদানের জন্য সিলেট জেলা ও মহানগর জামায়াতের সর্বস্থরের জনশক্তির প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জামায়াত নেতৃবৃন্দ। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সিলেট জেলা ও মহানগর জামায়াতের পৃথক কর্মসূচিতে যোগদান করবেন।
এদিকে সিলেটের কৃতি সন্তান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের সিলেট আগমন ও বিমানবন্দরে অভ্যর্থনা সফলের লক্ষ্যে জেলা ও মহানগর জামায়াতের এক প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার বিকেলে মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুৃষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেল আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, জেলা নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, জেলা নায়েবে আমীর ও সিলেট-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খাঁন, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন, জেলা জামায়াত নেতা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন ও সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমেদ প্রমূখ।
সভাপতির বক্তব্যে সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহশালার, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান দীর্ঘ বিদেশ সফর শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন। সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে তিনি আজ বুধবার সকাল সাড়ে ৭ টায় সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছবেন। সিলেটবাসীর পক্ষ থেকে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা দেয়া হবে। এ লক্ষ্যে জেলা ও মহানগর জামায়াতের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। সংগঠনের বিভিন্ন স্তরের জনশক্তিকে যথা সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন- ৩য় বারের মতো আমীর নির্বাচিত হয়েছেন সিলেটের কৃতী সন্তান আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। এ জন্য আমরা সিলেটবাসী গর্বিত। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা আমাদের সিলেটের কৃতী সন্তানকে বরণ করতে ও অভ্যর্থনা প্রদান করতে আমরা প্রস্তুত রয়েছি। সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।