শাহনেওয়াজ জিল্লু, কক্সবাজার দক্ষিণ: দীর্ঘ ১৭ বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন ২০২৫। এ উপলক্ষে নানা প্রস্তুতি সম্পন্ন করেছেন দলটির নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত চলছে শেষ পর্যায়ের কাজ। এসময় সমাবেশস্থল পরিদর্শনে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই কেন্দ্রীয় নেতা সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এইচ এম হামিদুর রহমান আযাদ ও মো. শাহাজাহান। জানা যায়, শনিবার ৮ ফেব্রুয়ারি সকাল ৯টায় কক্সবাজার শহরের নিকটতম ঝিলংজাস্থ কক্সবাজার সরকারী কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার বিকেলে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়- সভামঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। সমাবেশস্থলে আশপাশের স্থানে লাগানো হয়েছে বিপুলসংখ্যক মাইক। পাশাপাশি জেলাজুড়ে চলছে মাইকিং, গণসংযোগ ও লিফলেট বিতরণ ও মোটর সাইকেল শোভাযাত্রা। সমাবেশস্থল পরিদর্শন শেষে সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এইচ এম হামিদুর রহমান আজাদ উপস্থিত গণমাধ্যমকে জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার একটি অভ্যুত্থান বা বিপ্লব হয়েছে। এ জায়গায় সারা বাংলাদেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে মানুষের মত প্রকাশের একটা পরিবেশ তৈরি হয়েছে। যেটা বিগত ১৫ বছর মানুষ স্বাধীন ভাবে মত প্রকাশ করতে পারে নাই। সেই জায়গায় মানুষের একটি আকাক্সক্ষাও তৈরি হয়েছে। বিগত দিনের বাংলাদেশ কেমন ছিলো; আগামী দিনের বাংলাদেশে কেমন হবে এই প্রত্যাশা এবং আকাক্সক্ষার জায়গায় সারাদেশের মানুষ জামায়াতে ইসলামীকে ঘিরে যে প্রত্যাশা তৈরি করেছে যে আস্থা জামায়াতের প্রতি প্রকাশ করেছে মানুষ জামায়াতকে ঘিরে যে স্বপ্নটা দেখছে এবং সেই জায়গায় জাতির প্রতি জামায়াতের কী দায়িত্ব সেটা আমরা মানুষের কাছে তুলে ধরছি।

স্বাধীনতার ঘোষণাপত্রের অন্যতম মূলনীতি ছিলো সামাজিক ন্যায়বিচার এবং ছাত্র-জনতার বিপ্লবের মূল শ্লোগান ছিলো 'ওই ওয়ান্ট জাস্টিস' এই জাস্টিস যদি মানুষকে দিতে হয়, সমাজকে দিতে হয় তাহলে আদর্শিক পরিবর্তন ছাড়া সেটা সম্ভব নয় বলে উল্লেখ করে তিনি আরও বলেন- আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আমাদের জাতীয় নেতা তিনি এখানে আসছেন। জাতিকে ঐক্যবদ্ধ করা এবং ফ্যাসিবাদমুক্ত করার ক্ষেত্রে তার বিশাল অবদান রয়েছে। তিনি সারাদেশ ও জাতিকে যেভাবে দেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন আগামীকালও তিনি সেই স্বপ্ন আমাদের দেখাবেন। আগামী দিনের বাংলাদেশে বিবাদ বিভাজনের রাজনীতির কবর রচনা করার যে স্বপ্ন মানুষ দেখছে সেটাকেই তুলে ধরবেন মানুষের সামনে।

কর্মী সম্মেলন ২০২৫ এর সমাবেশস্থল পরিদর্শন শেষে কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন- এটি শুধুমাত্র কর্মী সম্মেলনে সীমাবদ্ধ থাকবে না। এটি একটি জনসমুদ্রে পরিণত হবে। সর্বত্রে যেভাবে সাড়া পাচ্ছি আমরা কয়েক লক্ষ জনতার উপস্থিতি আশা করছি। মূল সমাবেশস্থলের পার্শ্ববর্তী ইলিয়াছ মিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে আমাদের মহিলা কর্মীদের জন্য প্যান্ডেল বরাদ্দ রাখা হয়েছে। সেখানেও উল্লেখযোগ্য সংখ্যক মহিলা কর্মীর উপস্থিতি দেখা যাবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে আশা করি এই পর্যটন নগরীর বিশাল জনসমুদ্র থেকে আমীরে জামায়াত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করবেন। এটি জাতীয় রাজনীতিতেও ব্যাপক একটি প্রভাব পড়বে বলে আশা করছি।

আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীও নিয়েছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে সমাবেশস্থলে পুলিশী নজরদারি বাড়ানো হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান বলেন- আমীরে জামায়াতের আগমনকে সামনে রেখে জেলা পুলিশের পরিকল্পনা অনুযায়ী আইন-শৃঙ্খলাবাহিনী তাদের কার্যক্রম চালাচ্ছে। যে কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে আগে থেকেই সক্রিয় রয়েছে পুলিশ। তিনি আরও বলেন, একজন ভিভিআইপির প্রটোকলে যত সুবিধা লাগে তার সব কিছুই আমরা প্রস্তুত রেখেছি। এছাড়াও কলেজ মাঠের পাশে যেহেতু কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক রয়েছে সেহেতু উপস্থিতি যেনো সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটাতে না পারে সেজন্য সবাইকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, “ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে” আজ ৮ ফেব্রুয়ারী শনিবার কক্সবাজার সরকারি কলেজ মাঠে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার জেলা জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন ২০২৫ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।