নিজস্ব প্রতিবেদক: ডাকসু ও জাকসুতে বিজয়ী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন জানিয়েছে কুরআন মজলিস বাংলাদেশ। সংগঠনটির কেন্দ্রীয় আমির হাফেজ মাওলানা মুহাম্মদ এমদাদ উল্লাহ ও মহাসচিব মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন গাজী গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে বলেন, তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এ বিশাল বিজয়ে আমরা মহান আল্লাহ সুবহানাতায়ালার শুকরিয়া জানাই। কুরআন মজলিসের দুই শীর্ষ নেতা
ডাকসু ও জাকসুর সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ নির্বাচনের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে বলেন, নারী শিক্ষার্থীসহ যে সকল ভোটাররা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের বিজয় করেছেন তাঁরা সুচিন্তিত সিন্ধান্ত নিয়েছেন।