ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের প্রসন্ন নগর আমজাদ কমিনিউটি সেন্টার এলাকায় এক বিশাল নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় মাওলানা আবদুল জব্বার তার বক্তৃতায় দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং জনগণের সামনে তিনি বলেন, “আমি আপনাদের পাশে থেকে দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে চাই। দেশের প্রতিটি স্তরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়া এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নে আমরা বদ্ধপরিকর। আল্লাহ তায়ালা যদি আমাদের এই মহান দায়িত্ব পালনের সুযোগ দেন, তবে আমরা আপনাদের নিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ।”

সভায় উপস্থিত জনসাধারণ মাওলানা আবদুল জব্বারেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনেকে বলেন, মাওলানা আবদুল জব্বারের মতো একজন সৎ ও যোগ্য নেতৃত্বই পারে নারায়ণগঞ্জ-৪ আসনকে একটি আদর্শ আসনে পরিণত করতে। অনেকে মনে করেন বিগত দিন গুলোতে বক্তাবলী অবহেলিত জনপথ হিসেবে ছিলো, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবদুল জব্বার বিজয়ী হলে এই এলাকার মানুষ অনেক বেশি উপকৃত হবে। আবদুল জব্বার আরো বলেন জামায়াত ক্ষমতায় এলে বক্তাবলী ব্রিজ করে দিবে।

এছাড়া মধ্যনগর একটি কার্লভার্ট সহ স্কুল,মাদ্রাসা রাস্তা ঘাট উন্নয়নে দুর্নীতি মুক্ত ব্যবস্থাপনায় বাস্তবায়ন হবে। আলোচনা সভায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের কর্মপারিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন, ফতুল্লা পশ্চিম থানা আমির মাওলানা নুরুল হক, আদর্শ শিক্ষিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী আব্দুল করিম খান, ফতুল্লা পশ্চিম থানা তরবিয়ত সেক্রেটারি মাওলানা আবু হানিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সহ সাংগঠনিক সম্পাদক ও পশ্চিম থানা সভাপতি নুরুল আমিন, বক্তাবলী ইউনিয়ন জামায়াতের আমীর আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ও ইউনিয়ন তরবিয়ত সেক্রেটারি আবু সাঈদ এর সঞ্চালনায় উক্ত নির্বাচনী সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।