কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের কটিয়াদীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চাকসু) নবনির্বাচিত জিএস সাইদ আল হাবিবকে সংবর্ধনা দিয়েছেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী ।

সম্প্রতি কটিয়াদী বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাকসু) নবনির্বাচিত জিএস সাইদ আল হাবিব সহ তার সাথে সফর সঙ্গী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের ভিপি সাবরিনা মারজান ও চাকসু হল সদস্য মুশফিকুর রাহিম কেও সংবর্ধিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কটিয়াদী উপজেলা জামেয়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ-২ কটিয়াদী-পাকুন্দিয়া আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ জেলা শিবিরে সভাপতি হাসান আল মামুন, কটিয়াদী উপজেলা সভাপতি মোহাম্মদ সিয়াম এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।